স্টাফ রিপোর্টারঃ
কক্সবাজারের চকরিয়ায় মৎস্য প্রকল্পের গোয়াল ঘর থেকে দু’টি গরু চুরির অভিযোগে চোর সিন্ডিকেটের দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন-কাকারা ইউনিয়নের শাহ উমরাবাদ এলাকার নুরুল কবিরের পুত্র পারভেজ(৩০) ও পুর্ব বড় ভেওলা ইউপির ইদমনি এলাকার সেনামিয়ার ছেলে মিনার (২৯)।
গরু চুরির বিষয়ে চকরিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের পালাকাটা-মৌলভী ঈমাম উদ্দিন পাড়া গ্রামের মৃত আবু শামার পুত্র নুরুল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত এজাহার দায়ের করেন।
এজাহার সুত্রে জানা যায়,পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া পুকখালী মৎস্য প্রকল্পের মালিক মামলাার বাদী বিগত কিছু দিন ধরে খামারে দু’টো গরু লালন-পালন করেন। গত রবিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় গরু গুলো গোয়াল ঘরে ডুকিয়ে তালাবন্ধ করে রাখেন বাদী। ভোর রাতে পূর্ব বড় ভেওলা এলাকার ঈদমণি পূর্ব পাড়া গ্রামের নাজেম উদ্দিন নাজুর পুত্র নুরুল ইসলাম লালুর নেতৃত্বে চোর সিন্ডিকেটের একদল লোক গোয়াল ঘর থেকে সাদা ও কালো ডোরা রংয়ের ২টি গরু(ষাঁড়) চুরি করে নিয়ে যাওয়ার সময় গরুর চিৎকারে খামার ঘরে ঘুমিয়ে থাকা কর্মচারীদের ঘুম ভেঙ্গে যায়। তাৎক্ষণিক তারা টর্চ লাইট হাতে নিয়ে টর্চের আলো নিক্ষেপ করে খামার ঘর হতে বাহির হলে চোরদেরকে টর্চের আলোতে দেখে চিনতে পারে। পরে গরু নিয়ে যাওয়ার সময় বাধা দিতে চাইলে আসামীরা তাদেরকে ভয়ভীতি দেখিয়ে গরু ২টি জোর পূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়।
সাথে সাথে কর্মচারীরা গরুর ও খামারের মালিক নুরুল ইসলামকে জানালে তিনি সরকারি সেবা ৯৯৯ এ ফোন করে বিষয়টি পুলিশকে অবগত করেন।
এ বিষয়ে মৎস্য প্রকল্প ও গরুর মালিক নুরুল ইসলাম জানান, গরু চুরির বিষয়ে চারিদিকে খোঁজ করাকালে খবর পান তার গরু দু’টি উখিয়া উপজেলার মরিচ্যা পাগলিরবিল এলাকার মৃত ফকির আহমদের ছেলে ইমাম উদ্দিনের বাড়িতে আছে।
তিনি আরও জানান, বুধবার রাতে চকরিয়া থানা পুলিশের সহযোগিতায় ঈদমনী এলাকার লালু ও কাকারা এলাকা থেকে পারভেজকে আটক করে। পরবর্তীতে তাদের কাছ থেকে তথ্য নিয়ে উখিয়া উপজেলার মরিচ্যা থেকে বেশ কিছু গরু জব্দ করা হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, একাধিক মামলার পরওয়ানা ভুক্ত আসামি পূর্ব বড় ভেওলার মিনার ও কাকারা এলাকার পারভেজকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।