শিরোনাম :
শিল্পায়নে উদ্বাস্ত হচ্ছে লবণ ও পান চাষী : হুমকিতে খাদ্য নিরাপত্তা মহেশখালী কলেজে অনিয়ম দুর্নীতির অভিযোগে প্রাক্তন ছাত্র ও অভিভাবকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত, মহেশখালীর কালারমারছড়ার জলদস্যু সরদার হাসান নুরী গ্রেফতার কক্সবাজারে ট্যুরিজম এন্ড ফিল্ম ফেস্টিভ্যাল ইসলামী শ্রমনীতি ব্যতীত শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়-আব্দুল্লাহ আল ফারুক ছাত্র জনতার বিজয়ের মাধ্যমে মানবতার বিজয় সুচিত- মুহাম্মদ শাহজাহান পেকুয়ায় বিরোধীয় জায়গায় স্হাপনা নির্মাণকে কেন্দ্র করে হামলাঃ আহত ৬ কৈয়ারবিল ইউপি সচিবের বিরুদ্ধে নারী উদ্যোক্তাকে যৌন হয়রানি অভিযোগ কক্সবাজার শিশু সুরক্ষা প্ল্যাটফর্ম এর সাধারণ সভা আজ সে ভয়াল ২৯ এপ্রিল:উপকূলবাসীর স্বজন হারানোর দিন

পালিয়েও রক্ষা পেলেন না রোহিঙ্গা মজিয়া

নিউজ রুম / ৮৮ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৮ জুন ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন

বিডি প্রতিবেদক ;
কক্সবাজারের উখিয়া থেকে আদালতে নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে পালিয়ে গিয়েও রক্ষা পেলেন না অস্ত্র মামলার আসামী মজিবুল আলম মজিয়া (২৮)। শুক্রবার (১৮ নভেম্বর) শেষ রাতে উখিয়ার টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এসময় তার কাছ হতে অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলী।
আটক মজিবুল আলম মজিয়া উখিয়া কুতুপালং ক্যাম্প-২ ব্লক/ডি-১৩ এর দীন মোহাম্মদের ছেলে। গত ২২ অক্টোবর বিকেলে টেকনাফ-কক্সবাজার সড়কের রামু সেনানিবাস এলাকা থেকে বমি ও প্রকৃতির ডাকে সাড়া দেয়ার কথা বলে পুলিশের প্রিজন ভ্যান থেকে নেমে পালিয়ে গিয়েছিলেন তিনি।
উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, মজিয়া পালিয়ে যাবার পর সেদিন প্রিজনভ্যানে দায়িত্বে থাকা পুলিশের পাঁচ সদস্যকে ক্লোজ করা হয়। পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামের নির্দেশক্রমে তাকে গ্রেফতারে থানা পুলিশ মাঠে ততপরতা শুরু করে। শুক্রবার রাতে মজিয়ার অবস্থান জানতে পেরে উখিয়ার রাজাপালং ইউপির ৯নং ওয়ার্ডে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের টিভি টাওয়ার এলাকায় অভিযান চালায় পুলিশ। পাকা রাস্তার পশ্চিম পাশ হতে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ হতে দেশীয় তৈরী একটি ওয়ান শুটারগান (এলজি) ও ১রাউন্ড শর্টগানের কার্তুজ জব্দ করা হয়েছে।
ওসি আরও বলেন, গ্রেফতারকৃত রোহিঙ্গা মজিবুল আলম মজিয়ার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা অস্ত্র আইনে মামলার পর আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২২ অক্টোবর উখিয়া থানা থেকে প্রিজন ভ্যান করে ১২ আসামিকে আদালতে নেয়ার পথে রামু সেনানিবাস পর্যন্ত এসে হঠাৎ এক আসামি বমি করার কথা বলে পুলিশের সহায়তা চান। এ সময় তালা খুলে পলিথিন দিতে গেলে সেই সুযোগে গ্রেপ্তার রোহিঙ্গা মজিবুল আলম পালিয়ে যান। ###


আরো বিভিন্ন বিভাগের খবর