শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আনোয়ারুল আজিম জোসেফের মৃত্যু ; প্রেসক্লাবের শোক প্রকাশ আরাকান আর্মির কবল থেকে ফিরলেন ৫৫ জেলে কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের জলখেলী উৎসব শুরু রাখাইন রাজ্যের বর্তমান অবস্থা রোহিঙ্গাদের নিরাপদভাবে প্রত্যাবাসন করা সম্ভব নাঃ ড. খলিলুর রহমান পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু মহেশখালী-কক্সবাজার নৌপথে পরীক্ষামূলক ভাবে সি-ট্রাক চালু, চকরিয়ায় ভূয়া নৌ-বাহিনীর সদস্য পরিচয়কারী নারী-পুরুষ গ্রেফতার চকরিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২ তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিং উদ্বোধন কক্সবাজারগামী ট্রেনে আগুন, আতঙ্কে লাফ দেওয়া মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর সফল করতে আলেম ওলামাদের সাথে মেয়র মুজিবের মতবিনিময়

নিউজ রুম / ৭৮ বার পড়ছে
আপলোড : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন

সুমন আহসান :প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার শুভাগমন উপলক্ষে আলেম ওলামাদের সাথে মতবিনিময় করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।
সোমবার দুপুরে পর্যটন হোটেল শৈবালের সাগরিকা রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী রিসার্চ সেন্টারের পরিচালক মাওলানা মুফতি কেফায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র মুজিবুর রহমান বলেন, “আগামী ৭ ডিসেম্বর কক্সবাজারে অনুষ্ঠিতব্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে রূপান্তর হবে। সে ক্ষেত্রে সম্মানিত আলেম ওলামাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের পাশাপাশি সমাবেশে ওলামায়ে কেরামদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সমাবেশকে আরও বেশি প্রাণবন্ত ও পরিপূর্ণতা এনে দিবে।”
মাওলানা আনোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় কক্সবাজার হাসেমিয়া আলেয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রহমত সালাম, তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদাত হোসাইন, রামু জামেয়াতুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা সামসুল হক, মাওলানা আব্দুল্লাহ আল আমিন, মাওলানা সিরাজুল হক, মাওলানা আবুল কালাম, মাওলানা মনছুর আলম আজাদ, মাওলানা খায়রুল বশর, মাওলানা নুরুল আবছার, মাওলানা আবদুল্লাহ আল মাহমুদ, মাওলানা হোসাইন, মাওলানা রিয়াদসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
পরে মাওলানা শাহাদাত হোসাইনকে আহবায়ক এবং মাওলানা আনোয়ার হোসাইনকে সদস্য সচিব করে একটি প্রস্তুতিমূলক বাস্তবায়ন কমিটি গঠন করে দেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।


আরো বিভিন্ন বিভাগের খবর