এ রহমান মুকুল পঞ্চগড় :
আজ পঞ্চগড় হানাদার মুক্ত দিবস। দীর্ঘ সাত মাস যুদ্ধ চলার পর
মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সাড়াশি আক্রমণে বাংলাদেশের ১৯৭১ সালের ২৯
নভেম্বর পঞ্চগড় পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়। পাকিস্তানি
সেনাদের হাত থেকে প্রথম মুক্ত হয় এই অঞ্চল। ২৯ নভেম্বর পঞ্চগড়ে প্রথম
স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়ে দেওয়া হয়। সেই থেকে আজও দিনটিকে স্মরণ
করছে পঞ্চগড় জেলাবাসী। পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা আয়োজন
করা হয় । ১৯৭১ সালের এই দিনে বাংলার বীর সেনারা ভারতীয় মিত্র বাহিনীর
সহায়তায় সম্মুখ ও গেরিলা যুদ্ধে পঞ্চগড়কে পাক হানাদার বাহিনীর কবল থেকে
দখলমুক্ত করেন। পাকিস্তানের পতাকা জ্বালিয়ে পঞ্চগড়ের মাটিতে উড়ানো হয়
বাংলাদেশের লাল সবুজ পতাকা।
নানা আয়োজনে পালিত হয় পঞ্চগড় মুক্ত দিবস। এ উপলক্ষে মঙ্গলবার সকালে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও
মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ এবং করা হয়। পরে একটি আনন্দ র্যালি বের করে
জেলা প্রশাসন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সেরে বাংলা পার্ক
মোড়ের বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের
স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জহুরুল
ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা,ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ সরকারী
ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকতা উপস্থিত ছিলেন ।