বিডি প্রতিবেদক চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ বিশেষ অভিযানে ১৬বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ বেলাল(৩০) গ্রেফতার করেছেন।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী-মোঃ বেলাল(৩০)উপজেলার কাকারা ইউপির পূর্ব কাকারা মাঝের ফাঁড়ি এলাকার মৃত ইউনুস ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে,থানার অফিসার ইনচার্জ ওসি চন্দন কুমার চক্রবর্তী,ওসি তদন্ত নির্দেশে পুলিশের একটি চৌকস টিমের বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র আইনের মামলায় ১১ বছরের সাজাপ্রাপ্ত ও ডাকাতির প্রস্তুতি মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ বেলাল (৩০) গ্রেফতার করেছেন ।
থানার অফিসার ইনচার্জ অফিসের চন্দন কুমার চক্রবর্তী জানান, গ্রেফতারি পরোয়ানা নিয়ে পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত বেলাল নামের এক আসামি কে গ্রেফতারের পরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।