জিয়াউল হক জিয়াঃ
দীর্ঘ সময় অতিবাহিত হলেও কক্সবাজারের চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইনর্চাজ ও পরিবার,পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন দত্তের প্রাণপণ প্রচেষ্টায় গর্ভবতী মহিলার ডেলিভারি ও চক্ষু চিকিৎসা সেবা সেন্টারের নতুন কার্যাক্রম পুরোদমে চলছে।
জানা যায়,চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সটি দীর্ঘদিন ৫০শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসেবে কার্যাক্রম চলতো।তখনও কিন্তু নরমাল ডেলিভারি সেবা চালু ছিল।তবে চক্ষু চিকিৎসা সেবা সেন্টার ছিলনা।এখন হাসপাতালটি ১০০শয্যায় উন্নতি করণ হয়ে ভবনটিতে রোগী সেবা কার্যাক্রম চলছে।
এরই মধ্যে ইনর্চাজ ডাঃ শোভন দত্ত দায়িত্বভার নেওয়ার পরে,মহোদয়ের প্রচেষ্টায় অসহায় মানুষের স্বার্থে গর্ভবতী মহিলাদের নরমাল ডেলিভারি না হলে,তাৎক্ষণিক সিজার করা প্রয়োজন হলে,এখন সিজার করার সুব্যবস্থা করেছেন।সেই সাথে গত অর্ধমাস ধরে কমিউনিটি ভিশন মেন্টার অর্থ্যাৎ চক্ষু চিকিৎসা সেবাও এখন পুরোদমে চলছে।ফলে সেবাপ্রার্থীরা উপকৃত হচ্ছে।
নাম প্রকাশে অইচ্ছুক কয়েকজন সেবাপ্রার্থীরা জানান,স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালটিতে পূর্বে সিজারিয়ান ডেলিভারি ও চক্ষু সেবা ছিলনা।তাই আমাদের মত অসহায় গরীব,মেহনতি পরিবারের লোকজন ব্যয়বহুল টাকা খরচ করে প্রাইভেট ভাবে চিকিৎসা করা র্দূবিসহ হয়ে পড়তো।এখন নতুন ইনর্চাজ আসার পর থেকে অভাবনীয় এই দুই সেবা চালু করায় আমরা উপকৃত হচ্ছি।বিধায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
এবিষয়ে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইনর্চাজ ও পরিবার,পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন দত্ত বলেন,স্বাস্থ্য কমপ্লেক্সে বহিঃবিভাগে অন্যান্য সেবা প্রদানের পাশাপাশি কমিউনিটি ভিশন সেন্টার নামে চক্ষু চিকিৎসা সেবাদান কার্যাক্রমও চলছে।এরপূর্বে হাসপাতালে গর্ভবতী মহিলাদের জন্য সিজারিয়ান ওপিটি সেন্টারের কার্যাক্রম চালু করেছি।সেবা গ্রহণকারীকে আর্থিক হয়রানি ও জীবন-ঝুঁকি কমাতেই ডেলিভারি সেবাটির পূর্ণাঙ্গরূপ দিয়েছি।এছাড়াও সম্প্রতি সময়ে চালু করা চক্ষু চিকিৎসাদান সেবাটি চালু করার পেছনে
সামগ্রিক ব্যবস্থাপনা এবং অর্থায়নে সর্বাত্মক সহায়তা করেছেন ডা. মোঃ গোলাম মোস্তফা স্যার।তিনি লাইন ডিরেক্টর, ন্যাশনাল আই কেয়ার,স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্মকর্তা।তাছাড়া চক্ষু সেন্টার”কমিউনিটি ভিশন সেন্টার’র শুভ উদ্বোধন করেছেন-চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম(বিএ,অর্নাস,এমএ)মহোদয়।বর্তমানে উ
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন দত্ত মহোদয়ের সঠিক দিক নির্দেশনায় ও ঐকান্তিক প্রচেষ্টায় হাসপাতলে এই সেবা চালু হয়েছে। মাননীয় সাংসদ আলহাজ্ব জাফর আলম এমপি মহোদয় এই সেন্টার এর শুভ উদ্ভোদন করেন । চক্ষু সেবাপ্রার্থীরা যেসব চিকিৎসা পাবেন,তাহলো
দৃষ্টি পরীক্ষা করে চশমা প্রদান,গ্লুকোমা রোগ,ডায়াবেটিস জনিত চক্ষুরোগ,
শিশুর চক্ষুরোগ,রেটিনার রোগসমূহ,চোখের আঘাত জনিতসমস্যা,চোখের মনির রোগ সমূহ,নেত্রনালীর রোগ।
সেক্ষেত্রে ভিশন সেন্টারে আগত জটিল চক্ষু রোগের সেবা প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা টেলিমেডিসিন সেবা প্রদান এবং ব্যবস্থাপত্র দেয়া হয়। প্রয়োজনে চক্ষু রোগের সার্জারীর জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চক্ষু সার্জারির সুযোগও রয়েছে।