মুশফিক সরওয়ার :
দীর্ঘ ৬ বছর পর আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ ডিসেম্বর কক্সবাজার আসছেন। এ সময় তিনি ২৮ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৪ টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।প্রধানমন্ত্রী ২৮ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।
প্রকল্পগুলো হচ্ছে, কক্সবাজার গণপূর্ত উদ্যান, বাহারছাড়া বীর মুক্তিযোদ্ধা মাঠ, কুতুবদিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভবন, পেকুয়া উপজেলা ভূমি অফিস ভবন, কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ভবন, রামুর দুয়ারী আনালাই শেখ হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন, মহেশখালীর হোয়ানকের আব্দুল মাবুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় এর চারতলা একাডেমিক ভবন, মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় এর চারতলা একাডেমিক ভবন, কক্সবাজার শহরের লিংক রোড লাবনী মোট সড়ক চার লেনে উন্নীত করন, কক্সবাজার জেলার রামু ফতেহারকুল মরিচা জাতীয় মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করন, টেকনাফ শাহপরীর দ্বীপ জেলা মহাসড়কের হাড়িয়াখালী হতে শাহপরীর দ্বীপ অংশ পুনঃনির্মাণ প্রশস্ত করন এবং শক্তিশালী করন, কক্সবাজার শহরের বাঘখালী নদীর বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন শেষ ও ড্রেজিং প্রকল্প (প্রথম পর্যায়ে), টেকনাফের শাহাপুরীর দ্বীপে সি ডাইট অংশে বাদ পুনঃনির্মাণ ও প্রতিরক্ষা কাজ, কক্সবাজার জেলার ক্ষতিগ্রস্ত পোল্ডার সমূহের পুনঃবাসন প্রকল্প, রামু কলঘর বাজার রাজার কুলি অফিসড়কে বাকখালি নদীর উপর সংসদ ও সাবেক রাষ্ট্রদূত ওসমান সর ওয়ার আলম চৌধুরী সেতু, কক্সবাজার জেলায় নবনির্মিত ছয়টি ইউনিয়ন ভূমি অফিস ভবন, রামু উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, টেকনাফ উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, মহেশখালী উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, উখিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, বিমানবন্দর সড়কের আরসিসি করন ও অন্যান্য, কক্সবাজার শহরের শহীদ স্মরণী আরসিসি করণ ও অন্যান্য, কক্সবাজার শহরের বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম সড়ক আরসিসি করণ ও অন্যান্য, কক্সবাজার শহরের নাজিরারটেক শুটকি মহল সড়ক আরসিসি করণ ও অন্যান্য, কক্সবাজার শহরের টেকপাড়া সড়ক আরসিসি করণ ও অন্যান্য, কক্সবাজার শহরের সি বিচ রুট আরসিসি করণ ও অন্যান্য, কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা সরণি আরসিসি করণ ও অন্যান্য, কক্সবাজার শহরের সৈকত সরণ আবাসিক এলাকা সড়ক আরসিসি করণ ও অন্যান্য।
এ ২৮ টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হয়েছে ১৩৮২,৩৭ কোটি টাকা।
এছাড়া চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। প্রকল্পগুলো হচ্ছে, বাংলাদেশ কোশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (দ্বিতীয় পর্যায়ে ) শীর্ষক প্রকল্প, কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলারখালী সড়কে ধরুন ঘাটে জেটি এবং আকবর বলীর ঘাটে যেটি নির্মাণ, মহেশখালী গোরকঘাটা ঘাটে জেটি নির্মাণ,ও বাংলাদেশ মিয়ানমার সীমান্ত নিরাপত্তা উন্নীত করার জন্য উকিয়া ও টেকনাফ উপজেলায় না নদী বরাবর পোল্ডার সমূহে পূর্ণ ভাষণ প্রকল্প।
এই চারটি প্রকল্পে মোট ব্যয় হবে ৫৭১.৪৯ কোটি টাকা।