খুটাখালীর ছড়াঘোনার কমিটি বিলুপ্তঃফের দ্বি-খন্ডিত কমিটি

নিউজ রুম / ১৩ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৭ অপরাহ্ন

বার্তা পরিবেশকঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নস্হ ছড়াঘোনায় থাকা জমির মালিক বা অংশিদার নিয়ে ২০২১ ও ২২সালের জন্য করা কমিটির মেয়াদত্তোর্ণী হওয়ায় বিলুপ্ত হয়েছে।
বর্তমানে জমির প্রকৃতি মালিক বা অংশিদারেরা দুই গ্রুপ হয়ে,আর্থিক অস্বচ্ছতা জমির মালিককে ভাগিয়ে লুটেপুটে চিংড়ি ও লবণ চাষাবাদ করে পকেট ভারী করার কূ-মানসে করা দ্বি-খন্ডিত গঠিত কমিটিতে নেই বা না থাকার ঘোষণা দিলেন ভূক্তভোগি জমির মালিক-রমজান আলী।
ভূক্তভোগি জমির মালিক-রমজান আলী,উপজেলার খুটাখালী ইউপির ৩নং ওয়ার্ডের হেতালিয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
ভূক্তভোগি রমজান আলী দৈনিক রূপালী সৈকতের প্রতিবেদককে জানান,খুটাখালীর মেদাকচ্ছপিয়া মৌজার বিএস ৭৬নং খতিয়ানের একজন প্রকৃত অংশিদার।দীর্ঘ একযুগ ধরে ছড়াঘোনায় থাকা নিজের জমি চাষাবাদ করতে পারছে না।ফলে সকল জমির অংশিদার মিলে ২০২১ ও ২২ সালের জন্য শর্তাবলী উল্লেখিত একটি কমিটি করা হয়েছিল।কমিটিতে থাকা দায়িত্বশীলেরা লোভের বর্শবর্তী হয়ে চুক্তি ভঙ্গ করে।তবু আমি নিদিষ্ট সময় পার হওয়ার পর,ফের দুই গ্রুপের করা দ্বি-খন্ডিত কমিটিতে আমি না থাকার ঘোষণাটি গণমাধ্যম প্রচারের মধ্যে দিয়ে ঘোষণা করছি।কারণ দুই গ্রুপে বিভক্ত হয়ে করা দ্বি-খন্ডিত কমিটিতে আমার নাম উল্লেখ করে সিগনেচার জালিয়াতের সম্ভবনা রয়েছে।তাই অন্য অংশিদারের অবগত করার লক্ষে এই প্রচার।ফলে আমার জমি অন্যায়ভাবে কেউ ভোগ-দখলের চেষ্টা বা ভোগ করলে আমি তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে বাধ্য থাকব।তবে আমি স্ব-ইচ্ছায় ২০২৩ সালের জন্য প্রকৃত জমির মালিকপক্ষ নিয়ে সর্বসম্মতিক্রমে ২০২৩ সালের জন্য নতুন কমিটি গঠন করার পরিকল্পনা রয়েছে।সুতরাং আমার অমতে কোন কমিটিতে আমি নেই,থাকবোনা।প্রকৃত জমির মালিক নিয়ে কমিটি করা সম্পন্ন হলেই,তাও গণমাধ্যমে প্রচারে ঘোষণা করা হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর