আলম মাহমুদ :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকাল সাড়ে ১০ টার পর কক্সবাজার পৌঁছবেন।
এর জন্য সর্বোচ্চ সর্তকাবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা।
বুধবার সকাল থেকে অনুষ্ঠানস্থল মেরিন ড্রাইভের ইনানী এবং শহীদ শেখ কামাল
ক্রিকেট স্টেডিয়ামের জনসভা ঘীরে পুলিশ সংখ্যক পুলিশ সহ আইন শৃঙ্খলা
বাহিনীর অবস্থান দেখা গেছে। সকাল ৯ টা পর্যন্ত আওয়ামীলীগের শীর্ষ নেতাদের
জনসভাস্থলে যেতে দেখা গেলেও এখনো মানুষ সভাস্থলে যাচ্ছে না।
কক্সবাজার শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে ট্রাফিক পুলিশকে।
সভাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে হাসপাতাল মোড়, প্রধান সড়কের পালের
দোকানের পশ্চিমে কোন প্রকার যান বাহন প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বন্ধ
রাখা হয়েছে মেরিন ড্রাইভের সাধারণ যান চলাচল।
আওয়ামীলীগের নেতা জানিয়েছেন, সকাল ১০ টার পর থেকে সভাস্থলে জন¯্রােত দেখা যাবে।
কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রী
শেখ হাসিনার ২ টি অনুষ্ঠানস্থলকে ঘীরে কক্সবাজার জেলা পুলিশ ৪ স্তরের
নিরাপত্তা বলয় তৈরী করেছে। পুলিশের সদস্যরা পোষাকে, সাদা পোষাকে দায়িত্ব
পালন করবেন। সাজানো হয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। সাথে রয়েছে কঠোর
গোয়েন্দা নজর ধারী। এই দুই টি অনুষ্ঠানস্থল ঘীরে সাড়ে ৩ হাজার পুলিশ
সদস্য সহ ৪ হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করছেন।
বুধবার সকাল ১০ টার পর পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার এসে
পৌঁছবেন। তিনি সরাসরি আন্তর্জাতিক নৌ মহড়ার উদ্বোধন করতে ইনানীস্থ
বঙ্গোপসাগরের মোহনায় যাবেন। ওখানে কর্মসূচি শেষে দুপুর ২ টার পর আসবেন
কক্সবাজার সমুদ্র সৈকতের নিকটবর্তী লাবণীয় পয়েন্টের শহীদ শেখ কামাল
ক্রিকেট স্টেডিয়ামের জনসভা মঞ্চে