শিরোনাম :
টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বাড়ি পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি ৪০ লাখ টাকা সেন্টমার্টিনে পর্যটক সীমিতকরণ এবং রাত্রিযাপন নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন ডাকাতের কবলে পড়ে মিয়ানমারের আরাকান আর্মির হেফাজতে থাকা ১৬ জেলে ফেরত এনেছে বিজিবি “১ টাকায় হাজার টাকার বাজার” নাফ নদীর মোহনায় স্পিডবোট ডুবি শিশু সহ ২ জন নিখোঁজ, জীবিত উদ্ধার-৮ কক্সবাজারে নাতনির স্বামীর হাতে নানী খুন বিকাশের দোকান চুরিতে ২লাখ ৭০হাজার টাকা উধাওঃব্যথার ওপর সংবাদকর্মী ব্যথা নৌবাহিনীর অভিযান : মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টের চুরি হওয়া কোটি টাকার মালামাল জব্দ মালয়েশিয়া বলে ইনানী সৈকতে শতাধিক রোহিঙ্গাকে রেখে পালালো দালালরা জলবায়ু পরিবর্তনের ফলে কক্সবাজারের অনেক এলাকায় খাবার পানির সংকট :ইয়াছমিন-রহিমার পানির দুঃখ ঘুচালো হাইসাওয়া

বিএনপি কার্যালয়ের পথ থেকে মির্জা ফখরুলকে ফিরিয়ে দিল পুলিশ

নিউজ রুম / ২৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ন

বিডি ডেস্ক :
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে যাওয়ার সময়ে বাধা দিয়েছে পুলিশ। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিজয়নগর মোড় থেকে তাকে ফিরিয়ে দেয়া হয়। এ ঘটনায় সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করেন ফখরুল।
বিষয়টি গণতন্ত্র পরিপন্থী বলেও এসময়ে মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, সমাবেশ বানচালে নয়াপল্টনে হামলার ঘটনা ঘটিয়েছে সরকার। এখন বোমা তল্লাশির নাটক করে নেতাকর্মীদের গ্রেপ্তার করছে।
বিএনপি মহাসচিব জানান, বিএনপি পার্টি অফিসে কোনো ধরনের বিস্ফোরক ছিল না। পুলিশ এসব বোমা রেখেছে। বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ নস্যাৎ করতে সরকারের হীন পরিকল্পনা চক্রান্ত গণতন্ত্রকে ধ্বংস করার জন্য, মানুষের অধিকারকে ধ্বংস করার জন্য।
তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার না থাকলে কিভাবে একটি গণতান্ত্রিক দল কাজ করবে। সাংবিধানিক অধিকার স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে এটা এখানে নেই। গণতান্ত্রিক অধিকার তো দূরের কথা, মানুষ সভ্য সমাজে বাস করছে না। এসময় সরকারের এধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান তিনি।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ -ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব সরকার জানান, ক্রাইমসিন এরিয়া হওয়ায় নয়াপল্টনে কাউকেই ঢুকতে দেয়া হচ্ছে না। এর জন্যই বিএনপি মহাসচিবকে বিজয়নগর মোড় থেকে ফিরিয়ে দেয়া হয়েছে।
সকালে শাহবাগ থানায় করা দুই নাশকতা মামলায় হাজিরা দিতে চিফ মেট্রোপলিটন -সিএমএম কোর্টে যান মির্জা ফখরুল। সেখান থেকে বের হয়ে নয়াপল্টনে বিএনপির রাজনৈতিক কার্যালয়ের উদ্দেশে রওনা দেন তিনি। কিন্তু কার্যালয়ের কিছুদূর আগেই বিজয়নগর মোড়ে আটকে দেয়া হয় তাকে।
এদিন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালতে তার আইনজীবীর মাধ্যমে হাজিরা প্রদান করেন। মির্জা ফখরুলের পক্ষে সিনিয়র আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার শুনানি করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর