শিরোনাম :
কক্সবাজার সদর উপজেলা বাসীর প্রতি উপজেলা নির্বাহী অফিসাারের অনুরোধ এলাকাবাসীকে কাঁদিয়ে বিদায় নিলেন সচিব মোজাহেরঃবরণ করলো সালাহউদ্দিনকে চকরিয়ায় দূর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত খুটাখালীতে স্যালু মেশিন বসিয়ে অবৈধ বালু উত্তোলনঃধসে পড়ার মূখে বেড়িবাঁধ চকরিয়ায় চিকিৎসাধীন অবস্থায় আহত কলেজ শিক্ষার্থীর মৃত্যু কক্সবাজারে প্রতি হাজারে ২২ জন প্রতিবন্ধি নতুন বাংলাদেশ বিনির্মানে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে-হামিদ আযাদ আগ্নেয়াস্ত্র সহ দুই যুবক আটক পর্যটক সাজা দুই অস্ত্র ব্যবসায়ীর কাঁধে থাকা স্কুল ব্যাগ থেকে ৪ টি অস্ত্র ওগুলি উদ্ধার কক্সবাজারে নির্মিত হচ্ছে বাফুফে টেকনিক্যাল সেন্টার, পরিদর্শনে বাফুফে টিম

অসহায় কৃষকের সবজি ক্ষেত কেটে সাবাড়ঃথানায় অভিযোগ

নিউজ রুম / ২২ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন

বিড়ি প্রতিবেদক চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় রাতের আঁধারে অসহায় কৃষকের প্রায় ১ একর জমিতে করা সবজি ক্ষেত কেটে সাবাড় করল দূর্বৃত্তরা।
রবিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বিএমচর ইউনিয়নের বেতুয়ার মুবিন পাড়ায় এঘটনা ঘটেছে।
ভূক্তভোগি ক্ষেতের মালিক-মোঃ হাছান,বিএমচর ইউপির ২নং ওয়ার্ড মুবিন পাড়ার মৃত গোলাম সুলতানের ছেলে।
ভূক্তভোগি মোঃ হাছান বাদী হয়ে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বানিয়ারচর এলাকার দিল মোহাম্মদ, আব্দুল্লাহ, জমির উদ্দীন, মিটু ও শহীদুল ইসলামকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মুবিন পাড়াস্থ চার কৃষক মোঃ হাছন, মোঃ সেলিম উদ্দিন, বেলাল উদ্দিন ও আনোয়ার হোসেন মিলে জমির মালিক রেজাউল করিম গং থেকে একর জমি লাগিয়ত (বর্গা) নিয়ে বহু বছর পূর্ব থেকে বিভিন্ন প্রকারের সবজি চাষাবাদ করে আসছিলেন। পূর্ব শত্রুতার জেরে আসামীরা তাদের ক্ষেতের বিক্রি যোগ্য প্রায় সাড়ে ছয় লক্ষ টাকার সবজি ( ফুল কপি, বাঁধা কপি, মরিছ, টমেটো, মিষ্টি কুমড়া ও শিম) ক্ষেত কেটে সাবাড় করে ফেলে।
কৃষক সেলিম উদ্দিন জানান, গত তিন বছর ধরে স্থানীয় জমির মালিক রেজাউল করিমের কাছ থেকে ৪০ শতক জমি বর্গা নিয়ে বিভিন্ন প্রজাতির সবজি চাষ করে জীবিকা নির্বাহ করে আসছি। শনিবার দিবাগত রাতে চিহ্নিত কিছু দূর্ভৃত্তরা তার সম্পুর্ন ক্ষেত কেটে সাবাড় করে ফেলেছে। এতে তার আড়াই লক্ষাধিক টাকার ফসল নষ্ট হয়ে গেছে বলেও জানান।
অপর দরিদ্র কৃষক বৃদ্ধ আনোয়ার হোসেন বলেন, “আমি ১০ শতক জমি বানিয়ারচর মাদ্রাসা থেকে বর্গা নিয়ে মিষ্টি কুমড়া, আলু ও শিম ক্ষেত করেছিলাম। আমার সব ক্ষেত নষ্ট করে দেওয়ায় এখন আমার পথে বসা ছাড়া কোন উপায় নেই”
এ কথা বলে কান্না শুরু করে দেন।
এক একর জমির ফসল নষ্ট হওয়ায় প্রায় সাড়ে ছয় লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়।
উক্ত ঘটনা তদন্ত পূর্বক আসামীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন পূর্বক ক্ষতিপূরণ আদায় সহ শাস্তির ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভুগী পরিবার।
চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুল জব্বার বলেন,রাতে সবজি কেটে সাবাড় করার বিষয়ে ভূক্তভোগির অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আরো বিভিন্ন বিভাগের খবর