জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা সোনালী ব্যাংক শাখায় বিশেষ ঋণ আদায় কর্মসূচী-২০২২ ইং পালিত হচ্ছে।
সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সোনালী ব্যাংক কার্যালয়ে ঋণ আদায়ের আনুষ্ঠানিক কার্যাক্রম পুরোদমে চলছে।
সরেজমিন গেলে দেখা যায়,ডুলাহাজারা সোনালী ব্যাংক শাখা থেকে ঋণ নেওয়া শত-শত গ্রাহকের ঋণ মেয়াদত্তোর্ণী হওয়ায়,ঋণ পরিশোধের বিশেষ সুযোগে দেওয়া হয়।এতে ঋণ আদায়,ঋণ রিকভারি সহ কৃষি ও লবণ বিতরণ করা হচ্ছে।ঋণ আদায়ের সময় বাড়িয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।ব্যাংক কর্তৃপক্ষের এমন উদ্যোগে সন্তুষ্ট ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গ্রাহকেরা।ঋণ আদায় করতে শত-শত গ্রাহকের দীর্ঘ লাইনের ভিড় জমেছে।
এবিষয়ে ডুলাহাজারা সোনালী ব্যাংক শাখার ম্যানেজার ছৈয়দ করিম বলেন,ব্যাংকের ঋণ গ্রহণের পর মেয়াদত্তোর্ণী হওয়ার পূর্বে পরিশোধ বাধ্য থাকবে গ্রাহক।কিন্তু যেকোন কারণ বর্শতঃ বেশীভাগ গ্রাহক ঋণ পরিশোধ করতে পারেনি।তাই গ্রাহকের ঋণ পরিশোধের সুবিধার্থে কর্তৃপক্ষ বিশেষ একটি সুযোগ দিয়েছেন।তারই-বাহিকতায় ডুলাহাজারা সোনালী ব্যাংক শাখা আনুষ্ঠানিক ভাবে ঋণ আদায় পালিত করা হচ্ছে।ঋণ আদায়ের সময়ও ১৫ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।যার ফলে ঋণ খেলাপি শত-শত লোক লাইনে দাঁড়িয়ে কৃষি ও লবণ ঋণ আদায়, রিকভারি,নতুন ঋণ দেওয়ার কার্যাক্রম পুরোদমে চলছে।অত্র শাখার কর্মকর্তাদের গ্রাহক বান্ধব সেবায় সন্তুষ্ট।শাখার পরিবেশ ও সার্ভিস উল্লেখ করার মতো।
এসময় উপস্হিত ছিলেন-আইটি অফিসার-মোঃ জাহেদুল ইসলাম,বাবু উজ্জ্বল কর্মকার ও পিটিএস অফিসার-মোঃ শফি,সাংবাদিক মোঃ শাহ আলম প্রমূখ।