নিজস্ব প্রতিবেদক:
ঐতিহ্যবাহী কক্সবাজার সরকারি কলেজের ৬০ বছর পূর্তি উপলক্ষে ‘হীরকজয়ন্তী’ উদযাপনে প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজের সাবেক অধ্যক্ষ ফজলুল করিম চৌধুরী। ‘হীরকজয়ন্তী’ উদযাপন কমিটির আহ্বায়ক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা নুরুল আবছার, কলেজের সাবেক অধ্যক্ষ ফজলুল করিম চৌধুরী, প্রফেসর মুহাম্মদ উল্লাহ, প্রফেসর মুফিদুল আলম, প্রফেসর আবুল মনছুর, ৭৫ ব্যাচের আবু মোহাম্মদ সানা উল্লাহ, ৭৭ ব্যাচের মনজুর হাসান, ৮৯—৯০ এর জিএস মুহাম্মদ ছৈয়দ করিম, জাহেদ সরওয়ার সোহেল, ৮৬ ব্যাচের মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, ও ২০০৭ ব্যাচের আজিজ রাসেল, রাশেদ, জামী ও ইভান। সভা সঞ্চালনা করেন ৮১—৮২ এর জিএস এম.এ হাশেম। এসময় উপস্থিত ছিলেন ইসমাঈল সাজ্জাদ, ফয়সাল উল আলম, সমন্বয়ক সাইফুল কবির রনি, সাহেদ আলী ওলীদ, ইয়াছির আরাফাত, জোৎস্না আক্তার, সেঁজুতি রওশাই, রিয়াজ উদ্দিন আহমদ, নারিমা জাহান,আবুল মনছুর, সালমান বাপ্পি, আসিফুল করিম, আবরার সাকিবসহ আরও অনেকে। এতে উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তের মধ্যে রয়েছে রেজিষ্ট্রেশন ফি নির্ধারণ, উপ—কমিটি গঠনের প্রস্তাব ও ব্যাচ প্রতিনিধি নির্ধারণ। সভায় হীরকজয়ন্তী সফল করতে কক্সবাজার সরকারি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়