বিডি প্রতিবেদক : সাগরে গোসল করতে নেনে এক পর্যটক ভেসে যাওয়ার সময় উদ্ধার করেছে টুরিস্ট পুলিশ। মোঃ সুমন খান, ২) রাসেল আহমেদ , জেলা- পটুয়াখালী সহ ৪/৫ জন পর্যটক সুগন্ধা বীচ এলাকায় সাগরের পানিতে টিউব নিয়ে গোসল করতে নামার পর টিউব ভেসে নিয়ে গভীর সমুদ্রে চলে যাচ্ছিল পরবর্তীতে ডিউটিরত টুরিস্ট পুলিশ সংবাদ পাওয়ার পর তৎক্ষনাৎ টুরিস্ট পুলিশ এর দায়িত্বরত সদস্যবৃন্দ, সী সেইফ লাইফ গার্ড কর্মী এবং জেট স্কি চালকের সহায়তা পর্যটকগণকে উদ্ধার করেন। উক্ত উদ্ধারকৃত পর্যটকগণ টুরিস্ট পুলিশকে ধন্যবাদ প্রদান করেন।