মনির মোবারক :
সাম্য-সম্প্রীতি-কলরবে এসো জাগি বিজয়ের উৎসবে এই শ্লোগানকে ধারণকে প্রতিবছরের ন্যায় এবারও ‘বিজয়োৎসব-২০২২’ এর আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, কক্সবাজার। আজ ২৮ ডিসেম্বর বিকাল ৪টায় কক্সবাজার শহীদ দৌলত ময়দানে বিজয়োৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলার মান্যবর জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। সন্ধ্যা ৬টা বিজয়োৎসবের সাংস্কৃতিক আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। এছাড়াও দুইদিন ব্যাপী বিজয়োৎসবের আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম প্রমুখ। দুইদিন ব্যাপী অনুষ্ঠানে গান, নাচ, আবৃত্তি পরিবেশন করবে সৈকত খেলাঘর আসর, সৃজন সঙ্গীত ভূবন, শ্রুতি আবৃত্তি অঙ্গন, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, বিজয়মুখ, সিমুনিয়া খেলাঘর আসর, সাগরিকা খেলাঘর আসর, ঝিনুকমালা খেলাঘর আসর, সত্যেন সেন আবৃত্তি একাডেমি, দরিয়ানগর সাংস্কৃতিক কেন্দ্রসহ সাংস্কৃতিক জোট ভুক্ত বিভিন্ন সংগঠন। দুই দিনব্যাপী অনুষ্ঠানে কক্সবাজারের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, কক্সবাজারের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম, বিজয়োৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মো. খোরশেদ আলম ও সদস্য সচিব রিদুয়ান আলী।