আহমদ নেছার :
দৈনিক কালের কন্ঠের ১৩ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার কক্সবাজারে নানা কর্মসুচি পালিত হয়েছে। এ উপলক্ষে কালের কন্ঠ শুভসংঘের সদস্যরা সকালে এক র্যালী বের করে। পরে কক্সবাজার প্রেস ক্লাবে শুভসংঘের উদ্যোগে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্টানে কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মো মাহফুজুল ইসলাম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক এবং কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মো আবু তাহের, সাধারণ সম্পাদক মো মুজিবুল ইসলাম ও প্রথম আলোর ষ্টাফ রিপোর্টার আবদুর কুদ্দুস রানা বক্তৃতা করেন।
কালের কন্ঠ শুভসংঘের জেলা সভাপতি রাজীব দেব দাশের সভাপতিত্বে এবং শুভসংঘের উপদেষ্টা দীপক শর্মা দীপুর উপস্থাপনায় অনুষ্টিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমদ। এর আগে অনুষ্টানের অতিথিরা কেক কেটে কালের কন্ঠ পরিবারকে শুভেচ্ছা জানান। ###