শিরোনাম :
শরীফ উসমান হাদির সুস্থতা কামনায় কক্সবাজারে ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ঐক্যমঞ্চের উদ্যোগে গণ দোয়া মাহফিল উখিয়ায় দুস্থ ও শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ কক্সবাজার প্রেসক্লাবে মহান বিজয় দিবস উদযাপন সামনের নির্বাচন সুষ্টু না হলে সংকট আরো বাড়বে-সুজন কক্সবাজার প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন ওসি প্রদীপের সাজানো মামলা প্রত্যাহার ও সাংবাদিক ফরিদুলের পাসপোর্ট ফেরতের দাবি ড্রাইভার কল্যাণ একতা সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে কর্মকর্তারা বদ্ধপরিকর ওসি প্রদীপের আক্রোশের শিকার সাংবাদিক ফরিদুলের ৬ মামলা প্রত্যাহার না হওয়ায় অসন্তোষ

১৬ জানুয়ারি কক্সবাজারে বিএনপি রাজপথে বিশৃংখলা সৃষ্টি করলে পাল্টা জবাব দিবে জেলা আওয়ামী লীগ

নিউজ রুম / ১০২ বার পড়ছে
আপলোড : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:২৭ অপরাহ্ন

সুমন আহসান :
১৬ জানুয়ারি গণমিছিল ও বিক্ষোভ সমাবেশের নামে বিএনপি রাজপথে কোন বিশৃংখলা সৃষ্টি করলে তা কঠোরভাবে প্রতিহত করার ঘোষনা দিয়েছে জেলা আওয়ামী লীগ। শনিবার সন্ধ্যায় শহরের লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
এসময় নেতৃবৃন্দ বলেন, গণতান্ত্রিক দেশে যেকোনো রাজনৈতিক দল শান্তিপূর্ণ আন্দোলন করতে পারবে। কিন্তু সেই আন্দোলনকে ঢাল বানিয়ে জনগণের জান মালের ক্ষতি করে সরকারি দল তা মেনে নিবেনা। তাই বিএনপিকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহবান জানানো হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, এডভোকেট তাপস রক্ষিত, এডভোকেট মমতাজ উদ্দিন, কাজী মোস্তাক আহমেদ শামীম, ডা.মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা এস এম কামাল উদ্দিন, মিজানুর রহমান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, এডভোকেট জিয়াউদ্দিন আহমেদ, এডভোকেট ফখরুল ইসলাম গুন্দু, জেলা শ্রমিকলীগের আহবায়ক শাহেদুল আলম রানা, সাবেক ছাত্রনেতা মুহিদুল্লাহ মুহিদ, আহসান সুমন ও শহর ছাত্রলীগ সভাপতি হাসান তারেকসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর