শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আনোয়ারুল আজিম জোসেফের মৃত্যু ; প্রেসক্লাবের শোক প্রকাশ আরাকান আর্মির কবল থেকে ফিরলেন ৫৫ জেলে কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের জলখেলী উৎসব শুরু রাখাইন রাজ্যের বর্তমান অবস্থা রোহিঙ্গাদের নিরাপদভাবে প্রত্যাবাসন করা সম্ভব নাঃ ড. খলিলুর রহমান পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু মহেশখালী-কক্সবাজার নৌপথে পরীক্ষামূলক ভাবে সি-ট্রাক চালু, চকরিয়ায় ভূয়া নৌ-বাহিনীর সদস্য পরিচয়কারী নারী-পুরুষ গ্রেফতার চকরিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২ তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিং উদ্বোধন কক্সবাজারগামী ট্রেনে আগুন, আতঙ্কে লাফ দেওয়া মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

১৬ জানুয়ারি কক্সবাজারে বিএনপি রাজপথে বিশৃংখলা সৃষ্টি করলে পাল্টা জবাব দিবে জেলা আওয়ামী লীগ

নিউজ রুম / ৫৭ বার পড়ছে
আপলোড : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:২৭ অপরাহ্ন

সুমন আহসান :
১৬ জানুয়ারি গণমিছিল ও বিক্ষোভ সমাবেশের নামে বিএনপি রাজপথে কোন বিশৃংখলা সৃষ্টি করলে তা কঠোরভাবে প্রতিহত করার ঘোষনা দিয়েছে জেলা আওয়ামী লীগ। শনিবার সন্ধ্যায় শহরের লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
এসময় নেতৃবৃন্দ বলেন, গণতান্ত্রিক দেশে যেকোনো রাজনৈতিক দল শান্তিপূর্ণ আন্দোলন করতে পারবে। কিন্তু সেই আন্দোলনকে ঢাল বানিয়ে জনগণের জান মালের ক্ষতি করে সরকারি দল তা মেনে নিবেনা। তাই বিএনপিকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহবান জানানো হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, এডভোকেট তাপস রক্ষিত, এডভোকেট মমতাজ উদ্দিন, কাজী মোস্তাক আহমেদ শামীম, ডা.মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা এস এম কামাল উদ্দিন, মিজানুর রহমান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, এডভোকেট জিয়াউদ্দিন আহমেদ, এডভোকেট ফখরুল ইসলাম গুন্দু, জেলা শ্রমিকলীগের আহবায়ক শাহেদুল আলম রানা, সাবেক ছাত্রনেতা মুহিদুল্লাহ মুহিদ, আহসান সুমন ও শহর ছাত্রলীগ সভাপতি হাসান তারেকসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর