শিরোনাম :
পর্যটন শিল্পের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে- টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি পেকুয়া থানার নতুন ওসি মোস্তাফা’র যোগদান নারী-পুরুষ সমতা বিষয়ে শিশুদের সচেতন করতে কক্সবাজারে আরডিআরএস বাংলাদেশের নতুন প্রকল্প মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা। -মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা কক্সবাজারে দ্বিতীয় দিনের মতো বন্ধ চিকিৎসা সেবা : রোগি শূণ্য হাসপাতাল # চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা; গ্রেপ্তার ২ কক্সবাজারে প্রবল বর্ষণ অব‍্যাহত উখিয়ায় ককটেল মৌলভীর সাম্রাজ্যে বনবিভাগের থাবা, বনের জমি উদ্ধার বিভাজনের রাজনীতিতে পা দিলে রাস্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না–সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ফোন চুরি প্রান্তিক মৎস্যজীবী পরিবারের নারীদের নিয়ে “নারী সম্মেলন”

রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক অপরাধ করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ রুম / ১৮ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩০ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ :
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, রোহিঙ্গা ক্যাম্প
কেন্দ্রিক চুরি, ডাকাতি, খুন-গুম, অপহরণ-মুক্তিপণ কোনভাবেই করতে দেয়া হবে
না। এসব অপরাধ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের বিভিন্ন সেক্টর হতে আমরা অনেক ইনফরমেশন পায়। তা যাচাই-বাছাই করে ব্যবস্থা নেয়া হয়।
মাদকের তালিকা বা তথ্য নানাভাবে মন্ত্রণালয়ে পাওয়া যায়। তালিকা হলেই অপরাধি বলা যাবে না। এসব
যাচাই বাছাই করা হচ্ছে।
রোববার দুপুরে কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির
২৬ তম সভা চলাকালীন তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
রোববার সকাল ১০ টায় কক্সবাজার জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর মিলনায়তনে
এ সভা শুরু হয়ে দুপুর দেড় টায় শেষ হয়। সভা শেষে সভার সার্বিক
সিদ্ধান্তের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি
বেনজীর আহমদের ব্রিফিং করে তিনি বলেন,রোহিঙ্গা সমস্যায় একটা আন্তর্জাতিক সমস্যা। আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা বলেছি তাদের যাতে দ্রুত ফেরত নেওয়া হয়।
কূটনৈতিকভাবে রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য চেষ্টা করছে সরকার। মিয়ানমারের সাথে আমরা কোন প্রকার যুদ্ধ চাইনা আমরা শান্তি চাই।
সংসদীয় কমিটির সীমান্ত এলাকার সমস্যা গুলোর সমাধানকল্পে চারদিন ধরে ওখানে অবস্থান করছে।
রোহিঙ্গা ক্যাম্প, টেকনাফ সীমান্ত পরিদর্শন ও পর্যবেক্ষণ করেছেন কমিটির সদস্যরা। সীমান্তের চোরা চালান বন্ধ করতে বাহিনী গুলোকে কঠোর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
মিয়ানমারের অভ্যন্তরে বেশ কিছু গ্রুপ সক্রিয় রয়েছে। আমাদের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি নৌবাহিনী কোস্টগার্ড তারাও সতর্ক অবস্থা রয়েছে। কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।
সভায় কমিটির সদস্য মোঃ আফছারুল আমীন এমপি, মোঃ হাবিবর রহমান এমপি, সামছুল
আলম দুদু এমপি, কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, পীর ফজলুর রহমান এমপি, নূর
মোহাম্মদ এমপি, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপি, বেগম রুমানা আলী এমপি
ছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধকল্পে বিস্তারিত আলোচনা ও
সিদ্ধান্ত গ্রহণ, সেন্টমার্টিন দ্বীপসহ এ অঞ্চলের সীমান্ত এলাকায় বিজিবি
এবং কোস্ট গার্ডের কার্যক্রমের উপর বিস্তারিত আলোচনা সহ নানা বিষয়ে
আলোচনা হয়।
সকাল সাড়ে ১০টার দিকে মন্ত্রীসহ সংশ্লিষ্টরা সভাস্থলে আসেন।
এর আগে শুক্রবার বিকেলে কক্সবাজার আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার দুপুরে তিনি শাহপরীরদ্বীপ সংলগ্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন। একইদিন (শুক্রবার) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যরা ৩৪ বিজিবির অধীনস্থ বান্দরবানের ঘুমধুম সীমান্তের ফ্রেন্ডশিপ লালব্রীজ এলাকা পরিদর্শন করেন।
পৃথক পরিদর্শন শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আজ রবিবার। বৈঠক শেষে সন্ধ্যায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন কমিটির সদস্যরা, এমনটি জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান।


আরো বিভিন্ন বিভাগের খবর