বিডি ডেস্ক :
শরীয়তপুরের জাজিরার নওডোবা এলাকায় ট্রাক ও অ্যাম্বুলেন্স সংঘর্ষের ঘটনায় ৬ জন নিহত হয়েছে।
মঙ্গলবার ভোর ৪টার দিকে ঢাকা-ভাঙ্গা মহাসড়কে বরিশাল থেকে ঢাকাগামী ট্রাকের ধাক্কায় বরিশালগামী অ্যাম্বুলেন্সের ৬ যাত্রী নিহত হয়।
পদ্মা দক্ষিণ থানার এসআই জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অ্যাম্বুলেন্সটি রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশাল থেকে ঢাকায় আসছিল। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কায় দেয় ট্রাক। এতে ঘটনাস্থলেই নারীসহ ৬ আরোহী নিহত হন। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।
নিহতদের পরিচয় মিলেছে
শরীয়তপুরের জাজিরায় ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কা ছয়জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে পদ্মা সেতুর দক্ষিণ থানা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রোগী জাহানারা বেগম (৫৫), স্বাস্থ্যকর্মী ফজলে রাব্বি (২৮), রোগীর মেয়ে লুৎফুন নাহার লিমা (৩০), অ্যাম্বুলেন্সচালক জ্বিলানী (২৮), চালকের সহকারী রবিউল ইসলাম (২৬) ও দৈনিক নবচেতনা পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান সাংবাদিক মাসুদ রানা (৩৮)
হাইওয়ের ফরিদপুর সার্কেলের এএসপি মো. মারুফ হাসান জানান, শিবচর থেকে একটি অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে ঢাকায় যাচ্ছিল। পথে পদ্মা সেতু এলাকায় চলন্ত একটি ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সটি ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সচালক, রোগীসহ ঘটনাস্থলে ৬ জন মারা যান। লাশ উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুরুজ উদ্দিন আহমেদ বলেন, ‘হঠাৎ থানার পাশে বিকট শব্দ শুনতে পাই। ঘটনাস্থলে গিয়ে দেখি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। অ্যাম্বুলেন্সে থাকা ৬ জনই ঘটনাস্থলে নিহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশগুলো উদ্ধার করি।’