শিরোনাম :
টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বাড়ি পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি ৪০ লাখ টাকা সেন্টমার্টিনে পর্যটক সীমিতকরণ এবং রাত্রিযাপন নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন ডাকাতের কবলে পড়ে মিয়ানমারের আরাকান আর্মির হেফাজতে থাকা ১৬ জেলে ফেরত এনেছে বিজিবি “১ টাকায় হাজার টাকার বাজার” নাফ নদীর মোহনায় স্পিডবোট ডুবি শিশু সহ ২ জন নিখোঁজ, জীবিত উদ্ধার-৮ কক্সবাজারে নাতনির স্বামীর হাতে নানী খুন বিকাশের দোকান চুরিতে ২লাখ ৭০হাজার টাকা উধাওঃব্যথার ওপর সংবাদকর্মী ব্যথা নৌবাহিনীর অভিযান : মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টের চুরি হওয়া কোটি টাকার মালামাল জব্দ মালয়েশিয়া বলে ইনানী সৈকতে শতাধিক রোহিঙ্গাকে রেখে পালালো দালালরা জলবায়ু পরিবর্তনের ফলে কক্সবাজারের অনেক এলাকায় খাবার পানির সংকট :ইয়াছমিন-রহিমার পানির দুঃখ ঘুচালো হাইসাওয়া

চকরিয়ায় তিনদিন ধরে আওয়ামী লীগ নেতা নিখোঁজ !

নিউজ রুম / ২৪ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১২:০২ অপরাহ্ন

বিডি প্রতিবেদক চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুরুল আবছার (৪২) নামে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় শুক্রবার সকালে নিখোঁজ নুরুল আবছারের বাবা কাছিম আলী বাদী হয়ে চকরিয়া থানায় নিখোঁজ ডায়েরি (নং-১২৬০/২০২২) দায়ের করেন।
বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সালাহউদ্দিন ছিদ্দিকী জানান, নিখোঁজ হওয়া নুরুল আবছার বদরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি গত ২৫ জানুয়ারি সকালে বাড়ি থেকে বের হয়ে পাশ্ববর্তী পেকুয়া উপজেলার উজানটিয়া যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে প্রতিমধ্যে নিরুদ্দেশ হয়ে যায়। গত তিনদিন অতিবাহিত হওয়ার পরও এখনো তার খোঁজ মেলেনি।

নিখোঁজ নুরুল আবছারের বৃদ্ধ পিতা কাছিম আলী বলেন, আমার ছেলেকে কেউ অপহরণ করেছে। কে বা কারা অপহরণ করেছে তা সঠিক ভাবে বলতে না পারলেও পেশায় সে একজন লেবার সর্দার (মাঝি) ছিল। তবে ধারণা করা হচ্ছে তাকে অপহরণ করে কোন পাহাড়ের দিকে নিয়ে গেছে।
তার ব্যবহৃত মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন চট্টগ্রামের পটিয়ায় দেখাচ্ছে বলেও জানান তিনি। ছেলেকে খুঁজে পেতে তিনি প্রশাসনের সার্বিক সহযোগীতা কামনা করেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, বদরখালীর নুরুল আবছার নিখোঁজের সংবাদ পেয়ে তাকে খুঁজে বের করতে পুলিশের একটি টিম সম্ভাব্য স্থানে অভিযানে মাঠে রয়েছে বলে তিনি জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর