শিরোনাম :
কক্সবাজার সদর উপজেলা বাসীর প্রতি উপজেলা নির্বাহী অফিসাারের অনুরোধ এলাকাবাসীকে কাঁদিয়ে বিদায় নিলেন সচিব মোজাহেরঃবরণ করলো সালাহউদ্দিনকে চকরিয়ায় দূর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত খুটাখালীতে স্যালু মেশিন বসিয়ে অবৈধ বালু উত্তোলনঃধসে পড়ার মূখে বেড়িবাঁধ চকরিয়ায় চিকিৎসাধীন অবস্থায় আহত কলেজ শিক্ষার্থীর মৃত্যু কক্সবাজারে প্রতি হাজারে ২২ জন প্রতিবন্ধি নতুন বাংলাদেশ বিনির্মানে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে-হামিদ আযাদ আগ্নেয়াস্ত্র সহ দুই যুবক আটক পর্যটক সাজা দুই অস্ত্র ব্যবসায়ীর কাঁধে থাকা স্কুল ব্যাগ থেকে ৪ টি অস্ত্র ওগুলি উদ্ধার কক্সবাজারে নির্মিত হচ্ছে বাফুফে টেকনিক্যাল সেন্টার, পরিদর্শনে বাফুফে টিম

চকরিয়ায় তিনদিন ধরে আওয়ামী লীগ নেতা নিখোঁজ !

নিউজ রুম / ২৯ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন

বিডি প্রতিবেদক চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুরুল আবছার (৪২) নামে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় শুক্রবার সকালে নিখোঁজ নুরুল আবছারের বাবা কাছিম আলী বাদী হয়ে চকরিয়া থানায় নিখোঁজ ডায়েরি (নং-১২৬০/২০২২) দায়ের করেন।
বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সালাহউদ্দিন ছিদ্দিকী জানান, নিখোঁজ হওয়া নুরুল আবছার বদরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি গত ২৫ জানুয়ারি সকালে বাড়ি থেকে বের হয়ে পাশ্ববর্তী পেকুয়া উপজেলার উজানটিয়া যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে প্রতিমধ্যে নিরুদ্দেশ হয়ে যায়। গত তিনদিন অতিবাহিত হওয়ার পরও এখনো তার খোঁজ মেলেনি।

নিখোঁজ নুরুল আবছারের বৃদ্ধ পিতা কাছিম আলী বলেন, আমার ছেলেকে কেউ অপহরণ করেছে। কে বা কারা অপহরণ করেছে তা সঠিক ভাবে বলতে না পারলেও পেশায় সে একজন লেবার সর্দার (মাঝি) ছিল। তবে ধারণা করা হচ্ছে তাকে অপহরণ করে কোন পাহাড়ের দিকে নিয়ে গেছে।
তার ব্যবহৃত মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন চট্টগ্রামের পটিয়ায় দেখাচ্ছে বলেও জানান তিনি। ছেলেকে খুঁজে পেতে তিনি প্রশাসনের সার্বিক সহযোগীতা কামনা করেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, বদরখালীর নুরুল আবছার নিখোঁজের সংবাদ পেয়ে তাকে খুঁজে বের করতে পুলিশের একটি টিম সম্ভাব্য স্থানে অভিযানে মাঠে রয়েছে বলে তিনি জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর