শিরোনাম :
কক্সবাজারে দ্বিতীয় দিনের মতো বন্ধ চিকিৎসা সেবা : রোগি শূণ্য হাসপাতাল # চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা; গ্রেপ্তার ২ কক্সবাজারে প্রবল বর্ষণ অব‍্যাহত উখিয়ায় ককটেল মৌলভীর সাম্রাজ্যে বনবিভাগের থাবা, বনের জমি উদ্ধার বিভাজনের রাজনীতিতে পা দিলে রাস্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না–সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ফোন চুরি প্রান্তিক মৎস্যজীবী পরিবারের নারীদের নিয়ে “নারী সম্মেলন” পেকুয়ায় সন্তানের নির্যাতনের শিকার বয়োবৃদ্ধ পিতা যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক এমপি ফজলে করিম শহীদ ওয়াসিমের মায়ের পাশে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ রোদ-বৃষ্টি আধার রাতে;আমরা আছি রাজপথে-চকরিয়াতে কেন্দ্রীয় সমন্বয়ক-হাসনাত আব্দুল্লাহ

টেকনাফ বন্দরে ব্যবসায়ীদের অব্যাহত ধর্মঘটে অচলাবস্থা

নিউজ রুম / ১৪ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৮ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
মিয়ানমার থেকে আসা সীমান্ত বাণিজ্যের মালামাল বোঝাই একটি কার্গো বোট টেকনাফের স্থল বন্দর থেকে উধাও হওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। ব্যবসায়ীরা মালামালের নিরাপত্তা সহ বেশ কিছু দাবি নিয়ে ধর্মঘটের ডাক দিয়েছে। এসব ঘটনায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে টেকনাফ স্থলবন্দরে। এ নিয়ে বন্দর ব্যবহারকারী সহ-প্রশাসনের কর্মকর্তাদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।তার পর ও কাটেনি অচলাবস্তার।
৩৫টি কার্গো টলারে কোটি টাকার পচনশীল পণ্য। একদিনে সরকার বঞ্চিত হয়েছে ৪ কোটি টাকার রাজস্ব আয় থেকে। রবিবার থেকে শুরু হওয়া ধর্মঘট এখনো চলছে। আজ সোমবার ও বন্দরে সব ধরনের পন্য উঠা নামা বন্ধ রয়েছে।
কক্সবাজারের টেকনাফ স্থল বন্দর থেকে মালামালবাহী একটি কার্গো বোট উধাও হওয়ার ঘটনায় বন্দরে কর্মরত সিএন্ডএফ এজেন্টরা ধর্মঘটের ডাক দেয়ায় সপ্তাহের প্রথম দিন আজ রবিবার থেকে মিয়ানমার থেকে আসা টেকনাফ স্থলবন্দরে কোন পণ্যবাহি ট্রলারের মালামাল খালাস হয়নি। ধর্মঘটের কারণে রবিবার থেকে পন্য ওঠানামা বন্ধ রয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে সোমবার পর্যন্ত বন্দরে মিয়ানমার থেকে আসা ৩৫ টি মালামাল বোঝাই কার্গো বোট মালামাল খালাসের অপেক্ষায় রয়েছে। এসব জাহাজ ও কার্গো বোটে কোটি কোটি টাকার পচনশীল পণ্য রয়েছে।
সিএন্ডএফ এজেন্ট সুত্রে জানা গেছে গত বৃহস্পতিবার সকালে মিয়ানমার থেকে ৭০০ বস্তা সুপারি ও অন্যান্য মালামাল নিয়ে একটি কার্গো ট্রলার টেকনাফ স্থলবন্দরে আসে। সাদ্দাম হোসেন, ফারুক ও শওকত নামের তিন ব্যবসায়ী এই মালামাল নিয়ে আসে। বৃহস্পতিবার দুপুরে মালামাল সহ কার্গো বোটটি বন্দরে এন্ট্রি করা হয়। ব্যবসায়ীরা জানান ঐদিন রাতেই মালামাল সহ বন্দরের ঘাট থেকে কার্গো বোটটি উধাও হয়ে যায়। পরের দিন নাফ নদী থেকে ৫৭৪ বস্তা সুপারি ও ৮০ বস্তা কিফি সহ একটি কার্গো বোট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে বিজিবি। টেকনাফ -২ বিজিবির সদস্যরা পরে মামলা দিয়ে পণ্যসহ কার্গো বোটটি টেকনাফ শুল্ক গুদামে জমা দেয়।
এ ঘটনাকে অন্যায় দাবি করে টেকনাফ স্থল বন্দরের ব্যবসায়ী ও আমদানি রপ্তানি কারক প্রতিষ্ঠানসহ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন রবিবার সকাল থেকে ধর্মঘটের ডাক দেয়। ফলে বন্দর থেকে কোন মালামাল খালাস হয়নি।অচলাবস্থার সৃষ্টি হয়েছে টেকনাফ স্থলবন্দরে।
উদ্ভুত পরিস্থিতিতে রবিবার বিকেলে স্থলবন্দরে টেকনাফ উপজেলা প্রশাসন, সিঅ্যান্ডএফ এজেন্টসহ স্থলবন্দর কতৃপক্ষের কার্যালয়ে একটি বৈঠকে বসে। বৈঠকে আলোচনা হয়েছে জানালেও ব্যবসায়ীরা আজ ও ধর্মঘট চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান ও উখিয়া টেকনাফের সাবেক এমপি ও টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান বদি। তারা সমস্য গুলো সমধানের লক্যে কাজ করছে বলে জানান।
ব্যবসায়ী নেতা আব্দু শুক্কুর জানান, ধর্মঘট অব্যাহতে আছে।
ব্যবসায়ীদের পক্ষে সাবেক এমপি আব্দুর রহমান বদি জানিয়েছেন টেকনাফ স্থল বন্দর নিয়ে বন্দরের ভেতরের একটা চক্র ষড়যন্ত্র করছে। বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সম্প্রতি উঠে পড়ে লেগেছে। আগামী রমজানকে সামনে রেখে দ্রব্য মুল্য বাড়ানোই এই চক্রের লক্ষ্য। তিনি জানান বন্দরের জেটি ঘাট থেকে মালামাল সহ কার্গো বোট উধাও এবং পণ্য চুরি হওয়ার ঘটনা রহস্যজনক। তিনি উচ্চ পর্যায়ের তদন্ত করার জন্য সরকারের কাছে দাবি জানান। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান জানান টেকনাফ স্থল বন্দর ব্যবহারকারীসহ সকল পক্ষদের নিয়ে সভা হয়েছে। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। জেলা প্রশাসকের নির্দেশে বিষয়টি সুরাহা করার


আরো বিভিন্ন বিভাগের খবর