কক্সবাজারে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউজ রুম / ৫৯ বার পড়ছে
আপলোড : সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
পর্যটন নগরী কক্সবাজারে বিপুল উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে আনন্দ শুভযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছ।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কক্সবাজার শহর শাখার সভাপতি আব্দুর রহমানের নেতৃত্বে বের হওয়া আনন্দ শুভযাত্রায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আনন্দ শুভ যাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কক্সবাজার পৌরসভার সামনে এসে মিলিত হয়।


শহর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুর রহমানের সভাপতি অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল। বিশেষ অতিথি ছিলেন, সাবেক প্রচার সম্পাদক জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন, সমাজ কল্যাণ সম্পাদক কতুব রানা ,সাবেক জেলা নেতা মোস্তফা, মোহাম্মদ আলী মুন্না, আবুল হোসেন, শহর শাখা নেতা মোহাম্মদ আলী চোটসহ নেতৃবৃন্দ।

আনন্দ মিছিল শেষে কক্সবাজার সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার সাবেক সভাপতি রহিম উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, সহ-সভাপতি বখতিয়ার আলম, সাংগঠনিক সম্পাদক রোস্তম আলী চৌধুরী, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
এছাড়া কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা আয়োজন ছিল।


আরো বিভিন্ন বিভাগের খবর