জিয়াউল হক জিয়া,লামা থেকে ফিরেঃ
বাংলাদেশ আওয়ামী লীগ সরকার টানা ক্ষমতায় থাকার কারণে দেশের সবসেক্টরে অকল্পনীয় উন্নয়ন হয়েছে।কিন্তু বিএনপি সরকাে ক্ষমতা থাকতে সারাদেশে কোন উন্নয়ন হয়নি।
উন্নয়নের ধারাবাহিকতায় এলজিইডি কর্তৃক ৬ কোটি ১৮ লক্ষ ৭৭ হাজার টাকা ব্যয়ে নব নির্মিত লামা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃতাজুল ইসলাম এমপি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,উন্নয়নের ছোঁয়ায় বিচ্ছিন্নতা পাহাড় ও সমতলের মানুষ সমানতালে এগিয়ে যাচ্ছে।দেশের অবকাঠামো খাতে ব্যাপাক উন্নয়ন করে দেশের জনগণ সহ বর্হিবিশ্বকে চমক দেখালেন মাননীয় প্রধানমন্ত্রী।উন্নয়নের ফলে
সমগ্র দেশের গ্রাম ও শহরের নাগরিকের কাছে সুবিধা পৌঁছে দিয়ে যাচ্ছেন।
উক্ত অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখান না,স্বপ্ন বাস্তবায়ন করে মানুষকে প্রমান দেখান।তারই ধারাবাহিকতায় এলজিইডির অর্থায়নে এলাকায় ৬৮ কোটি ১৮ লক্ষ এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২শ কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছেন।
শনিবার (৪ফ্রেরুয়ারী) দুপুরে লামা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মোঃমোস্তফা জামালের সভপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন, বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর ও ৩২ আনসার ব্যাটালিয়ানের অধিনায়ক এএসএম আজিম উদ্দিন। এতে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা বক্তব্য রাখেন।
এরপর এদিন বিকেলে উপজেলার সরই ইউনিয়নের বোধিছড়াস্থ কোয়ান্টাম ফাউন্ডেশন পরিদর্শন করেন মন্ত্রী মো. তাজুল ইসলাম।