জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ার ভেওলা মানিকচর (বিএমচর) উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বই চুরি করে রাতের আধারে পাচারকালে ২ট্রাক বই জব্দ,২জন চালক,২জন শিক্ষক,১জন ক্রেতা সহ মোট-৫ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার সময় বিএমচর উচ্চ বিদ্যালয়ের আঙ্গিনা থেকে পাচারকারীদের কে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন-মাতামুহুরি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ইন্সপেক্টর) মিজানুর রহমান।
আটককৃতরা হলেন – চোরাই মালামাল ক্রেতা চৌয়ারফাঁড়ি এলাকার কামাল উদ্দিনের পুত্র তমিজ উদ্দিন, ২ গাড়ি চালক ও বিএমচর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার রুকন উদ্দিন ও মাষ্টার কামাল উদ্দিন।
বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১২টার সময় স্থানীয় গ্রাম পুলিশ কফিল উদ্দিন বিদ্যালয় থেকে দুটো গাড়িতে করে বই নিয়ে যাওয়ার বিষয়টি অবহিত করলে সাথে সাথে পুলিশকে বিষয়টি জানানো হয়।পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়িসহ বই গুলো জব্দ করে,সাথে ২ শিক্ষক সহ ৫ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুশামা, সহকারী শিক্ষক মাষ্টার কামাল উদ্দিন ও মাষ্টার রুকন উদ্দিন এই তিন শিক্ষক বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ নষ্ট করেছে উল্লেখ করে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি চেয়ারম্যান জাহাঙ্গীর আরও বলেন, আমি বিদ্যালয়টিতে সভাপতি থাকা অবস্থায় ২০১৭/১৮ সালে বেশ কয়েকজন খণ্ডকালীন প্যারা শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু শামা, সহকারী শিক্ষক কামাল উদ্দিন ও বিএমচর ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার রুকন উদ্দিনের কারনে ওই সকল শিক্ষক বিদ্যালয় ছেড়ে চলে গেছেন বলে জানান তিনি।
এবিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু শামা বলেন, নাইট গার্ডের যোগসাজশে এই ঘটনা ঘটেছে। এখানে আমার কোন সম্পৃক্ততা নেই।
চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন,আটক দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য ম্যানেজিং কমিটির সভাপতি বদিউল আলমের জিম্মায় দেওয়া হয়েছে।বাকিদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে ব্যবস্থা নেওয়া নিবেন।