বিডি প্রতিবেদক :
বাংলা একাডেমি আয়োজিত ঢাকার অমর একুশে বইমেলায় বৃহস্পতিবার (১৬ ফেব্রæয়ারি) নির্ধারিত কর্মসূচিতে আলোচক হিসেবে অংশ নিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সাধারণ সম্পাদক মো. নজিবুল ইসলাম।
বৃহস্পতিবার বিকাল ৪ টায় বইমেলার মঞ্চে অনুষ্ঠিত বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকেন্দ্রকরণ শীর্ষক অনুষ্ঠানে মো. নজিবুল ইসলাম নির্ধারিত আলোচক ছিলেন।
কবি অনীক মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন কবি ফরিদ আহমদ দুলাল। নির্ধারিত প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেয়া আলোচকদের মধ্যে মো. নজিবুল ইসলাম ছাড়াও মাহমুদ কামাল, সাজ্জাদ আহসান অংশ নেন।
অনুষ্ঠান শেষে কবিদের স্ব কন্ঠে কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।