ফরিদুল আলম দেওয়ান
দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার জেলার শিল্পী, গীতিকার, সুরকার, যন্ত্রী, কলাকৌশলী, কবি ও সাহিত্যিকদের সমন্বিত প্লাটফর্ম “দক্ষিণ চট্টগ্রাম সাংস্কৃতিক ফোরাম” এর নবগঠিত ৬১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠান গতকাল ১৭ ফেব্রুয়ারি শুক্রবার চকরিয়া পৌরসভার চিরিঙ্গাস্থ বীর বাঙ্গালী রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে সম্পন্ন হয়েছে।
দক্ষিণ চট্টগ্রাম সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা বিশিষ্ট কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সংগীত পরিচালক সিরাজুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও হালিশহর, সিএসডি’র ব্যবস্থাপক
থোয়াই মং প্রু মার্মা। সাংগঠনিক সম্পাদক,
শিল্পী জাহাঙ্গীর আলম পারভেজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সর্ব উপদেষ্টা যথাক্রমে বিশিষ্ট গীতিকার, সুরকার ও কবি মাষ্টার আব্দুল মান্নান, সংগীত গবেষক ও সাংবাদিক জহিরুল ইসলাম, সংগীত গবেষক ও জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার কামাল হোসেন, বক্তব্য রাখেন, দক্ষিণ চট্টগ্রাম সাংস্কৃতিক ফোরামের নবনির্বাচিত সভাপতি বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী মুবিনুল ইসলাম নওশেদ, সাধারণ সম্পাদক বেতার ও টেলিভিশন শিল্পী মোঃ ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক শিল্পী জাহাঙ্গীর আলম পারভেজ, সহ-সভাপতি যথাক্রমে সাংবাদিক ও গীতিকার ফরিদুল আলম দেওয়ান, শিল্পী রমিজ উদ্দিন, গীতিকার মাস্টার নবাব আলী ও শিল্পী সাইফুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক শিল্পী নুরুল আলম কুতুবী, মহিলা বিষয়ক সম্পাদিকা শিল্পী অ্যাডভোকেট শিউলী দে, আইন বিষয়ক সম্পাদক শের আলী পিপিএম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিল্পী জসীম উদ্দীন, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বেতার ও টেলিভিশন শিল্পী মামুন বড়ুয়া, অর্থ সম্পাদক গীতিকার এম, মোক্তার মুরাদ, দপ্তর সম্পাদক আরফাত সানি, সহ দপ্তর সম্পাদক মাহবুব আলম মুকুল প্রমুখ।
শপথ অনুষ্ঠানে ৬১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা শিল্পী সিরাজুল ইসলাম আজাদ।