শিরোনাম :
মিয়ানমার অভ্যন্তরে বিস্ফোরণের বিকট শব্দ : আরসা প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুনুনী গ্রেপ্তারের খবর সীমান্ত এলাকার মানুষের মাঝে আতংক কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি রশিদনগরে বিএনপির মতবিনিময় ও ইফতার মাহফিলে ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান কক্সবাজার শহরে ‘ব্যাটারি চালিত ইজিবাইকের’ বিক্রির টাকার লেনদেনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধর ও ছুরিকাঘাতে এক যুবক নিহত ঈদগাঁওতে বৃদ্ধকে গুলি করে হত্যা অনরার দু:খ কষ্ট বুঝিলইবার লাই ও আইস্সে, রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব, শুনলেন গণহত্যার বর্ণনা প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইফতার করবেন প্রতি ব্লকের ৭০ রোহিঙ্গা রোহিঙ্গাদের তৈরি শিল্পকর্ম দেখলেন জাতিসংঘ মহাসচিব কক্সবাজার বিমানবন্দর ও খুরুশকুল পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা

জনগণের জানমাল রক্ষায় রাজপথে থাকবে আওয়ামী লীগ পৌর আওয়ামী লীগের সভায় মেয়র মুজিবুর রহমান

নিউজ রুম / ৫৫ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন

মো: সোহেল রানা :
কক্সবাজারে জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ রাজপথে থাকবে বলে মন্তব্য করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মেয়র মুজিবুর রহমান।
রোববার বিকেলে কক্সবাজার পৌর আওয়ামী লীগের জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা অনেক ধৈর্য ধারণ করে চলেছি। তারপরও বিএনপি জামায়াত নেতাকর্মীরা মানুষের সাথে তামাশা করে বেড়াচ্ছে। তারা সব সময় সুযোগ খোঁজে এদেশের মানুষের ক্ষতি করার। নৈরাজ্য ও সহিংসতা সৃষ্টি করে মানুষের স্বাভাবিক জীবন যাপন বাধাগ্রস্ত করাতে চায়।আমরা আর এসব অপকর্ম নিরবে সহ্য করতে পারি না। জনগণের কাছে আমাদের জবাবদিহি করতে হয়। বঙ্গবন্ধু তনয়া রাতদিন পরিশ্রম করে চলেছেন এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে। ইতিমধ্যে দেশের মানুষ তার সুফল ভোগ করতে পারছে। এদেশের মানুষের সুখ বিএনপি-জামায়াতের সহ্য হয় না। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হই।
এতে সভাপতিত্ব করেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলামের। সভা পরিচালনা করেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।
নজিবুল ইসলাম বলেন, কক্সবাজার পৌরসভা ও জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত গভীর ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। সবাইকে এখন থেকে আরও বেশি সজাগ থাকতে হবে। দেশ বিরোধী চক্র গনতন্ত্রের নামে সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে কর্মসূচীর নামে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যা এখন এদেশের মানুষ বুঝতে পেরেছে। আগামীতে বিএনপি জামায়াতের যেকোন সহিংস রাজনীতির বিরুদ্ধে আমরা কক্সবাজার পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ সর্বদা রাজপথে পাহারায় থাকবো। পাশাপাশি আগামী কক্সবাজার পৌরসভা নির্বাচন ও জাতীয় নির্বাচনে আমাদের নৌকার প্রার্থীকে বিজয়ী করতে এখন থেকে পাড়ায়-মহল্লায় মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি করতে হবে। মানুষের সুখে-দুখে পাশে থাকবে হবে।
জরুরি সভায় বক্তব্য রাখেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, ১নং ওয়ার্ড সভাপতি আতিক উল্লাহ কোম্পানি, ২নং ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল মাসুদ আজাদ, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, ৪নং ওয়ার্ড সভাপতি আরমানুল আজিম, ৬নং ওয়ার্ড সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আমির উদ্দিন, ৯নং ওয়ার্ড সভাপতি জহিরুল কাদের ভুট্টো, ১১নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম, ১২নং ওয়ার্ড সভাপতি সাহেদ আলী, ১৩নং সাংগঠনিক ওয়ার্ড সাধারণ সম্পাদক মো: ইলিয়াস, উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি যথাক্রমে: আসিফ উল মওলা, নাজমুল হোসাইন নাজিম, ডাঃ পরিমল কান্তি দাস, সেলিম নেওয়াজ, মিজানুর রহমান, সেলিম উল্লাহ কোম্পানি, পৌর আওয়ামী লীগ নেতা যথাক্রমে: এড: বাবুল চন্দ্র দাস, রফিক মাহমুদ, নুরুল আলম পেটান, কাসেম কন্টাক্টার, গিয়াস নাছির উদ্দীন, আবু বকর ছিদ্দিক খোকন, ইয়াহিয়া খান, ওসমান গনি টুলু, আবু আহমদ, তাজ উদ্দিন, হাবিব উল্লাহ, জাফর আলম, সেলিম ওয়াজেদ, মেজবা উদ্দিন কবির, নুর মোহাম্মদ, মোর্শেদুল হক চৌধুরী, রাশেদুল ইসলাম ডালিম, রবিউল চৌধুরী রবি, এড: রিদুয়ান আলী, আনোয়ার হোসেন, কাসেম আলী, মিটন কান্তি দাস, নুর মোহাম্মদ খুইল্লা মিয়া, ফরহাদ রেজা, সোহেল রানা, আবদুল মজিদ সুমন, এড: ছোটন কান্তি দাস, সাগর পাল, মো: কামাল, আলী হোসেন, মো: বেলাল সহ আরও অনেকে।
জরুরি সভায় সর্বসম্মতিক্রমে মহান ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে কালো ব্যাজ ধারণ, ব্যাপক নেতাকর্মীদের উপস্থিতিতে রাত ১২.০১ মিনিটে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, ২১শে ফেব্রুয়ারী শহীদ দৌলত ময়দানে বিকাল ৩টায় আলোচনা সভা।


আরো বিভিন্ন বিভাগের খবর