জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নস্হ ৯শত হেক্টর বনভূমিতে দেশ-বিদেশী ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য গড়ে তুলা হয়েছিল পর্যটন ষ্পষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিব সার্ফারী পার্ক।গেল এক বছরে এই পার্কের ভিতরে রক্ষিত থাকা ২টি হাতি ও ৪টি সিংহ মারা গেছে।
বয়সের ভারে ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রাণীগুলো মারা গেছেন।এরপরও পার্কে হরেক রকমের অসংখ্য বন্যপ্রাণী সহ পশু-পাখি রক্ষিত আছে।বিচরণরত অবশিষ্ট প্রাণীগুলোকে সুস্হ রাখতে প্রতিনিয়ত চেকআপের মাধ্যমে সর্তকর্তা জোরদার রেখেছেন সংশ্লিষ্ট প্রশাসন।
অফিসিয়াল সূত্রে জেনেছি,গেল ২০২২ সাল থেকে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারী পর্যন্ত সময়ের মধ্য দর্শনার্থীদের আনন্দদায়ক ২টি হাতি ও ৪টি সিংহ শাবকের মৃত্যূ হয়েছে।
তন্মধ্যে রয়েছে,২০২২সালের ২৮নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ৩২বছর বয়সী সৈকত বাহাদুর নামের হাতি ও ৩০ডিসেম্বর পিত্রনালীতে পাথর জমে ৮৬ বছর বয়সী ‘রঙমালা’ নামের হাতির মৃত্যূ হয়।
একই বছরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ২২বছর বয়সী সিংহ সোহেল ২৩ ফেব্রুয়ারীতে মারা যায়।বেষ্টনীতে থাকা সঙ্গী সম্রাটের সাথে মিলনকালে গুরুত্ব আহত হন ১০ বছর ৮ মাস বয়সী সিংহী ‘নদী।আহত হওয়ার পর থেকে চিকিৎসাধিন থাকা সেই নদী ২২ এপ্রিল মারা গেছে।
অনুরুপভাবে চলতি বছরের ৩১ জানুয়ারীতে ১৬বছর বয়সী সিংহ’রাসেল’ এনাপ্লাজমা ও বিউবমিয়া স্পিসিসে রোগ হয়ে মারা যায়।একই রোগে আক্রান্ত হয়ে ২১ফ্রেরুয়ারীতে সিংহী’টুম্পা’মারা গেছে।
এবিষয়ে সাফারি পার্কের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন,বার্ধক্যজনিত ও বিভিন্ন রোগে আক্রান্ত ৬টি প্রাণী চিকিৎসাধিন অবস্হায় মারা গেছেন।বর্তমানে পার্কে বিভিন্ন বয়সী ৪ টি হাতি,২টি সিংহী ও ১টি সিংহ রয়েছেন।এছাড়াও পার্কে রক্ষিত বিভিন্ন জাতের প্রাণী গুলো সুস্থ ও সবল রয়েছে।এদেরকে নিয়মিত পর্যাপ্ত খাবার দেওয়া সহ কঠোর নজরদারিতে রাখা হয়েছে।তিনি আরো জানান,রোগে আক্রান্ত প্রাণীগুলোকে পার্কে থাকা চিকিৎসক সহ বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা গঠিত মেডিকেল বোর্ডের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছিল।