জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় অবৈধ গাছভর্তি পিকআপ গাড়ী জব্দ করেন উত্তর বনবিভাগের স্পেশাল টিম।
সোমবার (২৭ ফ্রেরুয়ারী) রাত ৭টার দিকে উপজেলার ফাঁসিয়াখালীর ইউনিয়নস্হ পেট্রোল পাম্পের সামনে থেকে গাড়ী জব্দ করা হয়।
এবিষয়ে কক্সবাজার উত্তর বনবিভাগের স্পেশাল টিমের এসও আলাউদ্দিন বলেন,কক্সবাজার উত্তর বনবিভাগের,বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) আনোয়ার হোসেন সরকার স্যারের নির্দেশে অবৈধ ভাবে
বন থেকে বিভিন্ন প্রকার গাছ কেটে পাচারকালে ধাওয়া করে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউপিস্হ পেট্রোল পাম্পের কাছ থেকে গাছভর্তি গাড়ীটি জব্দ করি।জব্দ করার পূর্বে আমরা যে গাড়ীটি ধরার জন্য পিছন থেকে ধাওয়া করছি।এটি টের পেয়ে গাড়ীটি মহাসড়কের একপাশে ব্রেক করে চালক পালিয়ে যায়।তাই চালককে আটক করতে পারিনি।পরে জব্দকৃত গাছভর্তি গাড়ীটি এনে ফাঁসিয়াখালী রেঞ্জ কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে।গাছ পাচারকারী গাড়ীটি বিরুদ্ধে বন আইন মতে ব্যবস্হা নেওয়া হবে।
অভিযানে আমি সহ সঙ্গীয় ফোর্সকে সহযোগিতা করেছেন,ফাঁসিয়াখালীর রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন,ভারপ্রাপ্ত ডুলাহাজারার বনবিট কর্মকর্তা অবনি কুমার রায় সহ কয়েকজন অফিসের স্টাফ।