শিরোনাম :
মহেশখালী ঘাটের অনিয়ম বন্ধ ও সোনাদিয়া ইকো ট্যুরিজম প্রকল্প বাতিলের দাবি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে এক যুবক নিহত এবং পাঁচজন আহত মায়ের ডাক’র সমন্বয়ককে তুলে নেওয়ায় মির্জা ফখরুলের উদ্বেগ কৃষকের ফসল নষ্ট, সাবেক মন্ত্রী পরিষদ সচিব সহ ৭৬ জনের নামে মামলা বদির ‘আন্তর্জাতিক ক্যাশিয়ার’ ফারুককে গ্রেপ্তারে র‌্যাবের অভিযান, দুর্বৃত্তদের হামলা মাহমুদুর রহমানের কারাগারে যাওয়া নিয়ে যা বললেন আসিফ নজরুল কীভাবে ভারতে গেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী? দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী টেকনাফের সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষাসহ ১২দফা দাবী বাস্তবায়ন না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী বৈষম্য মুক্ত শান্তির সমাজ প্রতিষ্ঠায় রাসূলুল্লাহর স.- আদর্শই একমাত্র পথ “-মুহাম্মদ শাহজাহান

জাতীয় শিক্ষা সপ্তাহের ২২ পুরস্কার সরকারি কলেজে

নিউজ রুম / ২৭ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৭:৩৮ অপরাহ্ন

বিডি প্রতিবেদক:
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে ২২টি পুরস্কারের কৃতিত্ব অর্জন করেছে জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি কলেজ। বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে কক্সবাজার সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণ করেন। কক্সবাজার সরকারি কলেজের সর্বোচ্চ ২২টি শ্রেষ্ঠত্বের মধ্যে রয়েছে- উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান কক্সবাজার সরকারি কলেজ, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ গিয়াস উদ্দিন, শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ উল্লাহ, শ্রেষ্ঠ রোভার স্কাউট তমজিদুল ইসলাম, শ্রেষ্ঠ বিএনসিসি ক্যাডেট সার্জেন্ট মঈন উদ্দিন রাকিব, ক্বেরাত প্রতিযোগিতায় মোহাম্মদ সেলিম উল্লাহ, হামদ/নাত ও ইংরেজি বক্তব্য দুটি বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন ইংরেজি বিভাগের অনার্স ২য় বর্ষের ছাত্র ফরহাদুল ইসলাম। এ ছাড়াও শ্রেষ্ঠ রোভার স্কাউট গ্রুপ ও বিএনসিসি গ্রুপ’সহ বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন কলেজের শিক্ষার্থী সাহেদ কামাল, মোঃ আশেকুর রহমান, ঐশী পাল, মেহের নিগার জেমি, নওশন নাওয়ার নিতু, হুসবিন আরোয়া দৌলনা, তৌছিফ উল্লাহ, তসলিমা আক্তার, রোকসানা আক্তার সোবাহ ও নিহারিকা ধর আঁখি।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল এবং কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং, কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফরিদ আহমদ চৌধুরী, কক্সবাজার সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ উল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সেলিম উদ্দীন ও কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন ।
উপজেলায় সর্বোচ্চ ২২টি পুরস্কারের কৃতিত্বে সদর উপজেলাসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ গিয়াস উদ্দিন। সেই সাথে এ কৃতিত্বের ধারা অব্যাহত রাখার জন্য উক্ত কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি দৃঢ় আহ্বান জানিয়েছেন তিনি।
##


আরো বিভিন্ন বিভাগের খবর