জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অজ্ঞাত বৃদ্ধ (৬৫) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (৩ মার্চ) দিবাগত রাত ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়,গতকাল দিবাগত রাত ২টার দিকে দুইজন ওই বৃদ্ধকে এনে হাসপাতালে রেখে চলে যায়।এই সময় বৃদ্ধ লোকটি মৃত ছিল।তারপর দেখলাম বৃদ্ধের মুখে ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। পরে বিষয়টি চকরিয়া থানার ওসিকে জানানো হয়।
চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন,অজ্ঞাত এক বৃদ্ধের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করি।লাশটির শরীরের আঘাতের চিহৃ রয়েছে।ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে।তবে এখনো বৃদ্ধের পরিচয় শনাক্ত করা যায়নি।