শিরোনাম :
মহেশখালীর কালারমারছড়ার জলদস্যু সরদার হাসান নুরী গ্রেফতার কক্সবাজারে ট্যুরিজম এন্ড ফিল্ম ফেস্টিভ্যাল ইসলামী শ্রমনীতি ব্যতীত শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়-আব্দুল্লাহ আল ফারুক ছাত্র জনতার বিজয়ের মাধ্যমে মানবতার বিজয় সুচিত- মুহাম্মদ শাহজাহান পেকুয়ায় বিরোধীয় জায়গায় স্হাপনা নির্মাণকে কেন্দ্র করে হামলাঃ আহত ৬ কৈয়ারবিল ইউপি সচিবের বিরুদ্ধে নারী উদ্যোক্তাকে যৌন হয়রানি অভিযোগ কক্সবাজার শিশু সুরক্ষা প্ল্যাটফর্ম এর সাধারণ সভা আজ সে ভয়াল ২৯ এপ্রিল:উপকূলবাসীর স্বজন হারানোর দিন বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী আজ রামুতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত এবং তিনজন আহত

মহেশখালীতে বিদ্যুতের খুঁটির উপর যুবকের দেহ

নিউজ রুম / ৯৯ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১০ জুন ২০২৫, ১২:২৯ অপরাহ্ন

ফরিদুল আলম দেওয়ান ::
কক্সবাজারের মহেশখালীতে বিদ্যুতের খুঁটির উপর থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের নাম রেজাউল করিম (৩৭)। সে উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ রাজঘাট গ্রামের মালয়েশিয়া প্রবাসী রমিজ মিয়ার পুত্র। গতকাল ২৮ জুলাই দুপুরে স্থানীয় পুলিশ ও বিদ্যুৎ বিভাগের লোকজন লাশটি উদ্ধার করে।
মহেশখালী পল্লী বিদ্যুতের ডিজিএম মোহাম্মদ আল-আমিন জানান, বুধবার রাতে বিদ্যুতের খুঁটিতে তার ও বিদ্যুৎ এর যন্ত্রাংশ চুরি করছিল একটি সংঘবদ্ধ দল। চুরি করা কালীন বিদ্যুতের খুঁটির উপরে অবস্থান করা মাতারবাড়ির রাজঘাট এলাকার রেজাউল করিম নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হলে তার সাথে থাকা অপর সদস্যরা পালিয়ে যায়। গতকাল ২৮ জুলাই স্থানীয় লোকজন বিদ্যুৎ খুঁটির উপর এক যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে মহেশখালী থানা ও পল্লী বিদ্যুৎ কে সংবাদ দেয়। মাতারবাড়ি পুলিশের আইসি হাসানুজ্জামান ও মহেশখালী পল্লী বিদ্যুতের ডিজিএম আল আমিনের নেতৃত্বে স্থানীয় লোকজন খুঁটির উপরে ঝুলতে থাকা লাশ উদ্ধার করে। সময় স্থানীয় লোকজন লাশটি মাতারবাড়ীর দক্ষিণ রাজঘাট এলাকার মালয়েশিয়া প্রবাসী রমিজ মিয়ার পুত্র রেজাউল করিম(৩৭) বলে সনাক্ত করে।
এ ব্যাপারে মহেশখালী থানার ওসি প্রনব চৌধুরী জানায়, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত ব্যক্তির বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর