বিডি প্রতিবেদক চকরিয়া :
চকরিয়ার সীমন্তবর্তী পার্বত্য লামা উপজেলার ফাইতং ইউনিয়নস্হ এলাকাতে বাড়ীর লোহার গেট চাপা পড়ে জাইরিন জান্নাত (৪) নামের শিশুর মৃত্যূ হয়েছে।
শনিবার (৪ মার্চ) সকাল ৮টার দিকে ফাইতং ইউনিয়নের নয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
জাইরিন ওই এলাকার ব্যবসায়ী আবদুল জলিলের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন-ফাইতং ইউনিয়নের চেয়ারম্যান মোঃওমর ফারুক।স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, কয়েকদিন আগে বাড়ির মেইন গেট খুলে দাঁড় করিয়ে রাখা হয়। সকালে বাড়িতে দৌড়াদৌড়ি করে খেলা করার সময় হঠাৎ ওই শিশুর উপর গেটটি পড়লে,ঘটনাস্থলে শিশুর মৃত্যু হয়।শিশু জাইরিনের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় নেমে আসে শোকের ছায়া।