মাহবুব :
কক্সবাজার শহরের পাহাড়তলির ছায়াশীতল এলাকায় মনোরম পরিবেশে প্রতিষ্টিত পাহাড়িকা মডেল একাডেমীর নিজস্ব ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম উদ্বোধন হয়েছে। ৪ মার্চ সকাল ১০ টায় খতমে কুরআন এবং দোয়ার মাধ্যমে প্রথম অধিবেশন ও পরে বেলা ১২ টায় এক আনুষ্টানিক আলোচনা সভার মধ্য দিয়ে পাহাড়িকা মডেল একাডেমীর নিজস্ব ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার মো: নাছির উদ্দিন। এ সময় তিনি বলেন,শহরের পাহাড়তলী একটি ঐহিত্যবাহী এলাকা এখানে ঘনবসতি এবং মানুষের জীবন মান উন্নয়নের জন্য একটি মানসম্মত স্কুল গড়েতুলা অতিআবশ্যক ছিল। সেই প্রয়োজনীয়তায় পাহাড়িকা মডেল একাডেমী নিজস্ব জমিতে অল্প সময়ের মধ্যে যে স্থায়ী ভবন সহ ক্যাম্পাস করতে পেরেছে এটা প্রশংসার দাবীদার। এই স্কুল প্রতিষ্টার মধ্য দিয়ে পাহাড়তলীতে নতুন দিগন্তের সূচনা হলো এর ফলে সমস্ত অন্ধকার কেটে গিয়ে আলোর দিশারী ফুটে উঠবে। কারন ছেলেমেয়েরা শিক্ষিত হলে তার ভেতরে এমনিতেই আলো জলে উঠে। তিনি আশা করেন অতিঅল্প সময়ে এই শিক্ষাপ্রতিষ্টান জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্টানে রুপান্তর হবে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাহাড়িকা মডেল একাডেমীর সভাপতি ও কক্সবাজার পৌরসভার কাউন্সিলার আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ। এ সময় তিনি এই স্কুলে ছেলেমেয়েদের ভর্তি করিয়ে একটি সুন্দর এবং নিরাপদ ভবিষ্যত গড়ে তুলার জন্য স্থানীয়দের প্রতি আহবান জানান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ বেলাল,পাহাড়িকা মডেল একাডেমী পরিচালনা কমিটির সহ সভাপতি মোহাম্মদ রফিক,সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন বাবুল,নির্বাহী সদস্য শেখ সেলিম,উদ্দ্যোক্তা ঠিকাদার বংকিম বড়–য়া প্রমুখ। উক্ত অনুষ্টান পরিচালনা করেন স্কুল পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক মাহাবুবুর রহমান। পরে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। এতে পাহাড়িকা মডেল একাডেমীর শিক্ষার্থী,অভিবাবক এবং উদ্দ্যোক্ত সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।