শিরোনাম :
টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বাড়ি পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি ৪০ লাখ টাকা সেন্টমার্টিনে পর্যটক সীমিতকরণ এবং রাত্রিযাপন নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন ডাকাতের কবলে পড়ে মিয়ানমারের আরাকান আর্মির হেফাজতে থাকা ১৬ জেলে ফেরত এনেছে বিজিবি “১ টাকায় হাজার টাকার বাজার” নাফ নদীর মোহনায় স্পিডবোট ডুবি শিশু সহ ২ জন নিখোঁজ, জীবিত উদ্ধার-৮ কক্সবাজারে নাতনির স্বামীর হাতে নানী খুন বিকাশের দোকান চুরিতে ২লাখ ৭০হাজার টাকা উধাওঃব্যথার ওপর সংবাদকর্মী ব্যথা নৌবাহিনীর অভিযান : মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টের চুরি হওয়া কোটি টাকার মালামাল জব্দ মালয়েশিয়া বলে ইনানী সৈকতে শতাধিক রোহিঙ্গাকে রেখে পালালো দালালরা জলবায়ু পরিবর্তনের ফলে কক্সবাজারের অনেক এলাকায় খাবার পানির সংকট :ইয়াছমিন-রহিমার পানির দুঃখ ঘুচালো হাইসাওয়া

কক্সবাজার পৌর যুবলীগ : সম্মেলন ও কাউন্সিলে দেয়া হল না কমিটি

নিউজ রুম / ২৫ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কক্সবাজার পৌর শাখার সম্মেলন শেষ করে কাউন্সিল অধিবেশনও শুরু করলেও কোন প্রকার কমিটি ঘোষণা ছাড়াই শেষ হয়েছে। কাউন্সিল অধিবেশনে কেন্দ্রিয় নেতারা জানিয়েছেন, এই কমিটি ঘোষণা করা হবে কেন্দ্র থেকে।

কক্সবাজার পৌর যুবলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল গত ৩০ বছর আগে। এর মধ্যে কোন সম্মেলন না হলেও বৃহস্পতিবার (৯ মার্চ) এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে বেলা ১১ টায় শুরু হয় সম্মেলন অধিবেশন। যেখানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, অতিথি থাকবেন যুবলীগের কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম ও সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ।

সম্মেলন অধিবেশন শেষে কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে শুরু হয় কাউন্সিল অধিবেশন। যেখানে সভাপতি পদে ৫ জন এবং সাধারণ সম্পাদক পদে ১৮ জন প্রার্থী হন।

কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর জানিয়েছেন, কাউন্সিল অধিবেশনে প্রার্থীদের সমঝোতা আনতে চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। কাউন্সিলরদের তালিকা নিয়ে আপত্তি থাকায় এ কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হবে বলে জানান যুবলীগের কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম ও সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ।

এদিকে, ১০ মার্চ রামু উপজেলা, ১১ মার্চ কুতুবদিয়া উপজেলা, ১২ মার্চ উখিয়া উপজেলা ও ১৩ মার্চ মহেশখালী উপজেলা যুবলীগের সম্মেলনের তারিখ রয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর