রহমান তারেক :
কক্সবাজারের টেকনাফে পাহাড়ে লাকড়ী সংগ্রহকালে ‘মুক্তিপণের দাবিতে’ নয়জনকে অপহরণ করেছে দূর্বৃত্তরা; পরে পুলিশের অভিযানের মুখে দুই শিশুকে ছেড়ে দিলেও জিন্মি রয়েছে সাতজন।
টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. মশিউর রহমান জানান, বৃহস্পতিবার সকালে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় এ ঘটনা ঘটেছে।
তবে জিন্মি থাকা ও ছেড়ে দেওয়াদের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি তিনি।
পুলিশ জানিয়েছে, ছেড়ে দেওয়া শিশুদেও আনুমানিক বয়স বছরের বেশী এবং জিন্মিরা সবাই আটার বছরের বেশী।
স্থানীয়দেও বরাতে মশিউর রহমান বলেন, সকাল এগারটার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় স্থানীয় কয়েকজন লোক পাহাড়ী এলাকায় লাকড়ী সংগ্রহ করতে যায়। এসময় অস্ত্রের মুখে একদল দূর্বৃত্ত তাদের অপহরণ করে। পরে খবর পেয়ে পুুিলশ ঘটনাস্থলে পৌছলে দূর্বৃত্তরা দুই শিশুকে ছেড়ে দেয়।
“ স্থানীয়রা জানিয়েছে, ঘটনাস্থলে নয়জন ছিল। এদের মধ্যে দুই শিশুকে ছেড়ে দিলেও এখনো সাতজন জিন্মি রয়েছে। অপহৃতদের উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। ”
পরিদর্শক বলেন,“ ঘটনায় কারা জড়িত পুলিশ এখনো নিশ্চিত নয়। অপহৃতদের উদ্ধারে অভিযানের পাশাপাশি জড়িতদের শনাক্তের পুলিশ চেষ্টা চালাচ্ছে। ”