জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ৫ ও ৬নং ওয়ার্ড গ্রাম উন্নয়ন সমিতির উদ্যোগে পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (১৫ মার্চ) পবিত্র আসরের নামাজের পরে সমিতির নিজস্ব অফিসে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এবিষয়ে সমিতির সভাপতি-নুরুল কাদের ও সাধারণ সম্পাদক-মোঃ মিরাজ উদ্দিন জানান,আমরা বিগত ২০১৯ সালে ডুলাহাজারা ৫,৬নং ওয়ার্ড থেকে তিন-শতাধিক সদস্য নিয়ে গ্রাম উন্নয়ন সমিতিটি প্রতিষ্ঠা করি।এরপর থেকে সমিতির সকল দায়িত্বশীল ও সদস্যেরা শান্তিপূর্ণভাবে নির্ধারিত ফি আদায়ের মাধ্যমে সমিতির অগ্রগামী হয়।তাই চলতি বছরের পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে ৩১০জন লোককে ইফতারি (পণ্য) বিতরণ করতে সক্ষম হয়েছি।ইনশাল্লাহ এখন থেকে প্রতিবছর সমিতির উদ্যোগে এই ইফতারি ইফতারি বিতরণ কার্যাক্রম চলমান রাখবো।ইফতারি প্রতি প্যাকেটে ১১শত টাকার ইফতারি পণ্য দেওয়া হয়।
ইফতারি পণ্য গ্রহণকারীরা জানান,পবিত্র রমজান মাসকে সামনে যে ইফতারি পণ্য আমাদেরকে দেওয়া হয়েছে।এতে আমরা খুশি হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি।কারণ এধরণের ইফতারি আগে কখনো পাইনি।তাই আমরা শৃংখলা বজায় রেখে স্বতঃস্ফুত মনে গ্রহণ করেছি।
ইফতারি পণ্য বিতরণকালে সমিতির দায়িত্বশীল সহ উপদেষ্টা হিসাবে মুজিবুল হক সিকদার,ডাঃফরিদ উদ্দিন,ডাঃআজিজুল মান্নান,সাবেক মেম্বার সাইফুর রহমান,মাওলা না গিয়াস উদ্দিন,মাওলানা ফরিদুল আলম,বাজার সমিতির সহ-সভাপতি জাগের হোসেন,রফিক উদ্দিন,এহেছানুল হক ও তৌহিদুল ইসসলাম প্রমূখ উপস্হিত ছিলেন।