শিরোনাম :
পর্যটন শিল্পের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে- টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি পেকুয়া থানার নতুন ওসি মোস্তাফা’র যোগদান নারী-পুরুষ সমতা বিষয়ে শিশুদের সচেতন করতে কক্সবাজারে আরডিআরএস বাংলাদেশের নতুন প্রকল্প মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা। -মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা কক্সবাজারে দ্বিতীয় দিনের মতো বন্ধ চিকিৎসা সেবা : রোগি শূণ্য হাসপাতাল # চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা; গ্রেপ্তার ২ কক্সবাজারে প্রবল বর্ষণ অব‍্যাহত উখিয়ায় ককটেল মৌলভীর সাম্রাজ্যে বনবিভাগের থাবা, বনের জমি উদ্ধার বিভাজনের রাজনীতিতে পা দিলে রাস্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না–সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ফোন চুরি প্রান্তিক মৎস্যজীবী পরিবারের নারীদের নিয়ে “নারী সম্মেলন”

টেকনাফে মানবপাচার চক্রের হোতাসহ দুইজনকে গ্রেপ্তার

নিউজ রুম / ১৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৩ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের অন্যতম হোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাছির উদ্দিন মজুমদার জানান, সোমবার ভোরে টেকনাফে পৌরসভার নতুন পল্লান পাড়ায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হল- টেকনাফ পৌরসভার নতুন পল্লান পাড়ার মৃত বশির আহমদের ছেলে মাহবুবুল আলম ওরফে মাস্টার মাহাবু (৪০) এবং টেকনাফ সদর ইউনিয়নের জাহালিয়া পাড়ার নবী হোসেনের ছেলে হেলাল উদ্দিন (২৯)।
নাছির উদ্দিন বলেন, রোববার বিকালে টেকনাফ উপজেলা সদর থেকে অটোরিকশা যোগে সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপে বাড়ী ফেরার পথে মোহাম্মদ আলম নামের এক যুবককে অস্ত্রের মুখে জিন্মি করে একদল দূর্বৃত্ত। পরে তাকে অজ্ঞাত স্থানে জিন্মি রাখে। স্থানীয়দের কাছ থেকে খবরটি শোনার পর তাকে উদ্ধারে পুলিশ অভিযানে নামে।
পরিদর্শক (তদন্ত) বলেন, ” এক পর্যায়ে সোমবার ভোরে টেকনাফ পৌরসভার নতুন পল্লান পাড়ায় জনৈক ব্যক্তির বাড়ীতে মোহাম্মদ আলমকে জিন্মি রাখার খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় সন্দেহজনক বাড়ীটি ঘেরাও করলে ৪/৫ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে ২ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ”
নাছির উদ্দিন জানান, গ্রেপ্তারদের মধ্যে মাহবুবুল আলম মানবপাচার চক্রের অন্যতম মাস্টারমাইন্ড। মানবপাচারসহ নানা অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে। আর গ্রেপ্তার অপর আসামি হেলাল উদ্দিন মানবপাচার চক্রের সহযোগী ও সক্রিয় সদস্য।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান পরিদর্শক (তদন্ত)।


আরো বিভিন্ন বিভাগের খবর