শিরোনাম :
কক্সবাজারে দ্বিতীয় দিনের মতো বন্ধ চিকিৎসা সেবা : রোগি শূণ্য হাসপাতাল # চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা; গ্রেপ্তার ২ কক্সবাজারে প্রবল বর্ষণ অব‍্যাহত উখিয়ায় ককটেল মৌলভীর সাম্রাজ্যে বনবিভাগের থাবা, বনের জমি উদ্ধার বিভাজনের রাজনীতিতে পা দিলে রাস্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না–সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ফোন চুরি প্রান্তিক মৎস্যজীবী পরিবারের নারীদের নিয়ে “নারী সম্মেলন” পেকুয়ায় সন্তানের নির্যাতনের শিকার বয়োবৃদ্ধ পিতা যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক এমপি ফজলে করিম শহীদ ওয়াসিমের মায়ের পাশে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ রোদ-বৃষ্টি আধার রাতে;আমরা আছি রাজপথে-চকরিয়াতে কেন্দ্রীয় সমন্বয়ক-হাসনাত আব্দুল্লাহ

কক্সবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে জেলা আওয়ামী লীগ

নিউজ রুম / ১৮ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১১ পূর্বাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, ১৯৭১ সালে ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। ওইসময় সর্বশক্তি দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করার নির্দেশ দিয়ে জানিয়েছিলেন চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। বঙ্গবন্ধুর নেতৃত্বে ২৩ বছরের রাজনৈতিক সংগ্রাম এবং ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে চুড়ান্ত বিজয় অর্জন করে বাঙ্গালী পায় একটি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ। তাই স্বাধীনতা যুদ্ধের শহীদদের গভীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।
জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, সালাউদ্দিন আহমদ সিআইপি, অধ্যাপিকা এথিন রাখাইন, এডভোকেট রণজিত দাশ, নাজনিন সরওয়ার কাবেরী, এডভোকেট তাপস রক্ষিত, কাউন্সিলর এম এ মনজুর, পৌর আওয়ামী লীগ সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুরসহ জেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে ভোরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।
সকাল ১১টায় দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান। সাড়ে ১১টায় মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত শেষে বধ্যভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
২৫ ও ২৬ মার্চ দু’দিনের এসব আয়োজনে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, কক্সবাজার পৌর আওয়ামী লীগ, জেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর