শিরোনাম :
পর্যটন শিল্পের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে- টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি পেকুয়া থানার নতুন ওসি মোস্তাফা’র যোগদান নারী-পুরুষ সমতা বিষয়ে শিশুদের সচেতন করতে কক্সবাজারে আরডিআরএস বাংলাদেশের নতুন প্রকল্প মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা। -মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা কক্সবাজারে দ্বিতীয় দিনের মতো বন্ধ চিকিৎসা সেবা : রোগি শূণ্য হাসপাতাল # চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা; গ্রেপ্তার ২ কক্সবাজারে প্রবল বর্ষণ অব‍্যাহত উখিয়ায় ককটেল মৌলভীর সাম্রাজ্যে বনবিভাগের থাবা, বনের জমি উদ্ধার বিভাজনের রাজনীতিতে পা দিলে রাস্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না–সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ফোন চুরি প্রান্তিক মৎস্যজীবী পরিবারের নারীদের নিয়ে “নারী সম্মেলন”

টিকটকে প্রেম, বিয়ের প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীকে অপহরণকারী যুবক গ্রেপ্তার

নিউজ রুম / ১৭ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ন

রহমান তারেক :
টিকটকে দীর্ঘদিন প্রেমের পর ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিকটিম উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
রোববার (২৬ মার্চ) সকাল ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক সামশুল আলম খান।
এর আগে শনিবার (২৫ মার্চ) দুপুরে কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাজমুল হাসান (২৭) কক্সবাজারের মহেশখালী শাপলাপুর ইউপির মৌলভীকাটা এলাকার জামাল হোসেনের ছেলে।
র‍্যাব সহকারী পরিচালক সামশুল জানান, ঢাকার শাহ আলী থানার রতনদিয়া রজনীকান্ত উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীরর সাথে টিকটকের মাধ্যমে নাজমুল হাসানের পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে বর্ণিত ব্যক্তি ভিকটিমকে প্রেমের প্রস্তাব দেয় এবং বিয়ের প্রলোভন দেখিয়ে গেল ২১ মার্চ জোরপূর্বক অপহরণ করে কক্সবাজার আনা হয়। পরবর্তীতে নাজমুল হাসান তার ব্যক্তিগত নম্বর হতে ভিকটিমের পরিবারের নিকট ফোন করে অপহরণের কথা স্বীকার করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় ভিকটিমের বড়বোন বাদী হয়ে নাজমুল হাসান সহ অজ্ঞাতনামা কয়েকজনকে বিবাদী করে ডিএমপি শাহ আলী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে র‌্যাব অবগত হয়ে ভিকটিমকে উদ্ধারপূর্বক অপহরণকারীকে কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোন থেকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত নাজমুল হাসানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরো বিভিন্ন বিভাগের খবর