প্রাথমিক শিক্ষক সমিতির সভা অনুষ্ঠিত

নিউজ রুম / ৪৫ বার পড়ছে
আপলোড : শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৪:১০ অপরাহ্ন

বিড়ি প্রতিবেদক :
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কক্সবাজার জেলা শাখার এক সভা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে কস্তুরাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় উপদেষ্ঠা ও জেলা প্রধান উপদেষ্ঠার বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নুরুল আজিম। বিশষ অতিথি ছিলেন জেলা উপদেষ্টা পরিষদের সদস্য সচিব মোঃ আবুল কালাম আজাদ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও জেলা সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম। সভায় শিক্ষকদের বিরাজমান সমস্যা নিরসনে যথাযথ পদক্ষেপের সিদ্ধান্ত গৃহীত হয় এবং কক্সবাজার জেলায় কর্মরত শিক্ষকদের পর্যটক ও রোহিঙ্গা সমস্যার কারণে বাজার অর্থনীতি ও দৈনন্দিন জীবনের ব্যয় নির্বাহ ঠিক রাখতে ৩০% পর্যটন ভাতা প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আবেদনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া যে সব উপজেলা মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেসব উপজেলা আগামী ২ মাসের মধ্যে পুনঃ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে জেলা সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় প্রধান অতিথি বলেন প্রাথমিক শিক্ষকদের বঙ্গবন্ধু ০১/০৭/১৯৭৩ সালে জাতীয় করণ করেন এবং তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে ২৬০০০ প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণ করেন। শিক্ষকদের যে কোন ন্যায্য সমস্যা তিনি সমাধান করবেন। শিক্ষকদের আত্মমর্যাদা সমুন্নত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এবং জেলা সম্মেলন সফল করার জন্য নির্ধারিত তারিখে মেয়াদোত্তীর্ণ উপজেলা কমিটি পুনর্গঠনে যথাযথ পদক্ষেপ গ্রহনের জন্য অনুরোধ জানান। সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এম. শহীদুল আলম, কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক এস.এম. কামাল উদ্দিন, সভাপতি উখিয়া, গিয়াস উদ্দিন চৌধুরী জেলা সহ-সভাপতি, মোঃ জাকারিয়া জেলা সম্পাদক, শিব্বির আহমদ চকরিয়া সম্পাদক, জিয়াবুল হক জেলা যুগ্ম সম্পাদক, জসিম উদ্দিন চৌধুরী আহবায়ক ঈদগাঁও শাখা, মিজানুর রহমান কেন্দ্রিয় বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, মিজবাহুল আলম জেলা সহ-সভাপতি, ফখরুদ্দিন টিটু কেন্দ্রিয় সদস্য, সেকান্দর আলী কেন্দ্রিয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মনিরুল হক কেন্দ্রিয় কাব স্কাউটিং সম্পাদক, মুজিবুল হক জেলা সদস্য, জামাল উদ্দিন জেলা সদস্য, কুতুব উদ্দিন জেলা সদস্য, মোহাম্মদ আলম জেলা সদস্য, পরিমল কান্তি পাল জেলা সদস্য, নির্মল কান্তি দে জেলা সদস্য, সোহেল সরওয়ার জেলা সদস্য, কিশোর কুমার ধর জেলা সাংস্কৃতিক সম্পাদক, ফরিদুল আলম, নুরুল ইসলাম, আতা উল্লাহ বুখারী, প্রবীর দাশ, আবুল হোসাইন প্রমুখ।


আরো বিভিন্ন বিভাগের খবর