বিডি প্রতিবেদক :
বেগম খালেদা জিয়া সহ রাজবন্দীদের মুক্তি, আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন নিপীড়ন, গ্রেপ্তারের বিরুদ্ধে ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি এবং তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো সহ ১০ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় তাবাদী দল বিএনপি কক্সবাজার জেলা শাখা অঙ্গ ও সহধযোগী সংগঠনের উদ্যোগ অবস্থান কর্মসূচি পালন করে।
কক্সবাজার শহরের শহীদ স্মরণীতে অবস্থিত কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ের সামনে আজ শনিবার বেলা ২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন করে।
অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল।
সংসদের সাবেক হুইপ ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট স্বামীম আরা সপ্না, কক্সবাজার পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যাপক আক্তার চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ, টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।