শিরোনাম :
মহেশখালী ঘাটের অনিয়ম বন্ধ ও সোনাদিয়া ইকো ট্যুরিজম প্রকল্প বাতিলের দাবি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে এক যুবক নিহত এবং পাঁচজন আহত মায়ের ডাক’র সমন্বয়ককে তুলে নেওয়ায় মির্জা ফখরুলের উদ্বেগ কৃষকের ফসল নষ্ট, সাবেক মন্ত্রী পরিষদ সচিব সহ ৭৬ জনের নামে মামলা বদির ‘আন্তর্জাতিক ক্যাশিয়ার’ ফারুককে গ্রেপ্তারে র‌্যাবের অভিযান, দুর্বৃত্তদের হামলা মাহমুদুর রহমানের কারাগারে যাওয়া নিয়ে যা বললেন আসিফ নজরুল কীভাবে ভারতে গেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী? দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী টেকনাফের সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষাসহ ১২দফা দাবী বাস্তবায়ন না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী বৈষম্য মুক্ত শান্তির সমাজ প্রতিষ্ঠায় রাসূলুল্লাহর স.- আদর্শই একমাত্র পথ “-মুহাম্মদ শাহজাহান

মাদক মামলায় ইউপি সদস্যের ৭ বছরের দন্ড

নিউজ রুম / ২৪ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
সেন্টমার্টিনের সাবেক ইউপি সদস্য আবদুর রউফ (৪২)কে ইয়াবা পাচারের দায়ে ৭ বছর সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত। এছাড়া ৩ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল ওই আদেশ দেন।
দন্ডিত রউফ টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নের দক্ষিণ পাড়ার আব্দুল হক এর ছেলে। তিনি সেন্টমার্টিন ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।
কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলি (পিপি) ফরিদুল আলম বলেন, ১৪ বছর পর মাদক মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালাত সোমবার এই রায় ঘোষনা করেন।
তিনি আরো বলেন, ২০১৮ সালের ১৫ মার্চ ২ লাখ ৯৯ হাজার ৬০০ টি ইয়াবা উদ্ধার করে কোস্টগার্ড। কিন্তু অভিযানের সময় পাচারকারী পালিয়ে যায়। পরে কোস্টগার্ড ইউপি সদস্য আবদুর রউফ’কে আসামি করে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা গত ২০১৯ সালের ৪ এপ্রিল আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন।


আরো বিভিন্ন বিভাগের খবর