বিডি প্রতিবেদক :
হাতি মানুষ দ্বন্দ্বের বর্তমান অবস্থা এবং দ্বন্দ্ব কমাতে গৃহীত পদক্ষেপ হাতি মানুষ দ্বন্দ্ব ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ম্যানুয়াল ইআরটি টেকসই ব্যবস্থাপনা নিয়ে এক অবহিতকরণ কর্মশালা হয়েছে কক্সবাজারের হিমছড়ি ইন্টারগেশন সেন্টারে। বিশ্বব্যাংকের সহযোগিতায় বন বিভাগের সুফল প্রকল্প ও নেকম এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালা শুরুতে স্বাগত বক্তব্য দেন নেকমের ডক্টর শফিকুর রহমান,। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সুফল প্রকল্পের উপ প্রকল্প ব্যবস্থাপক আব্দুল্লাহ আব্রাহাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেকমির চেয়ারম্যান প্রফেসর ডঃ আব্দুর রহমান মোল্লা, কক্সবাজার বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার, কক্সবাজার বন্ধ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সরোয়ার আলম, চ্যানেল আইয়ের কক্সবাজারের স্টাফ রিপোর্টার ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উপদেষ্টা সরওয়ার আজম মানিক বক্তব্য রাখেন।
কর্মশালায় বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নেকম সুফলের উপকারভোগী সহ শতাধিক অংশগ্রহণকারী ছিলেন।