এস এম হুমায়ুন কবির :
রামু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উদ্যোগে ২০২২-২৩ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্টান সম্পন্ন হয়েছে।
১২ এপ্রিল সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত সার ও বীজ বিতরণ অনুষ্টানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তানজিলা রহমান।উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ জাকারিয়া র সঞ্চালনায় অনুষ্ঠিত সার ও বীজ বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব সোহেল সরওয়ার কাজল।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান,জনাব সালাহউদ্দিন ,ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বাবু সুশান্ত দেবনাথ শুভ, উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রামু উপজেলার ১১ ইউনিয়নে দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ।উক্ত অনুষ্ঠানে রামু উপজেলার ১১ ইউনিয়নের ৫০০ জন কৃষক কৃষাণীদের মাঝে বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ করা হয়।প্রতিজন কৃষক ৫ কেজি উফসী আউস ধান বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি করে ডিএপি সার বিনামূল্যে পান।
উল্লেখ্য, জনাব তানজিলা রহমান,৩৫ তম বিসিএস( কৃষি)।জন্মস্থান কিশোরগঞ্জ, ইতিপূর্বে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পদোন্নতি পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে রামু উপজেলা কৃষি অফিসে গত ০৪/০৪/ ২০২৩ ইং তারিখ যোগদান করেন।সদ্য অতিরিক্ত উপপরিচালক হিসাবে পদোন্নতি পাওয়া কৃষি কর্মকর্তা জনাব আবু মাসুদ সিদ্দিকী পদোন্নতি রাজবাড়ী জেলায় বদলি হন।