মুকুল কান্তি দাশ,চকরিয়া:
চকরিয়া প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। পেশাজীবি ও সাংবাদিকদের সম্মানে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়। গতকাল বুধবার (২০ এপ্রিল) বিকালে চকরিয়া পৌরশহরের জনতা শপিং কমপ্লেক্সস্থ অভিজাত “সাম্পান” রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম.জাহেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজবাউল হকের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার (জেপি) ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন মাহমুদ, চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টি (এরশাদ) কেন্দ্রীয় কমিটির নেতা মোহাম্মদ ইলিয়াছ, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান, সাবেক কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহাব উদ্দি মাহমুদ, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার তফিকুল আলম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত্ া(ওসি) চন্দন কুমার চক্রবর্তী
এছাড়া আরও বক্তব্য রাখেন- চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সরওয়ার আলম, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মহসিন বাবুল, চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদ্মলোচন বড়–য়া , চকরিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য এস.এম হানিফসহ প্রমুখ। এসময় চকরিয়ার পেশাজীবি ও সাংবাদিক এবং হকার সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।###