বিডি প্রতিবেদক :
আগামি ১২ জুন অনুষ্ঠিততব্য কক্সবাজার পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরীর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগি সংগঠণের নেতা-কর্মীরা।
জেলা আওয়ামীলীগের আনুষ্ঠানিক সিদ্ধান্তের পর নৌকা প্রতিকের বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে সাধারণ ভোটারদের মন জয় করতে তৎপরতা চালাচ্ছে। একই সঙ্গে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরী বুধবার দিনব্যাপী শুভেচ্ছা বিনিময়, নেতা-কর্মীদের সাথে মতবিনিময়, সামাজিক কর্মকান্ডে অংশ নিয়েছেন।
বিকাল ৫ টায় নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করার লক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার পৌর শাখা আয়োজিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মাহাবুবুর রহমান চৌধুরী। কক্সবাজার জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক আবু আদনান মারুফ, পৌর ছাত্রলীগ সভাপতি হাসান তারেক, সাধারণ সম্পাদক মনিরুল হক সহ পৌর ছাত্রলীগ ও ওয়ার্ড ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এরপর মাহাবুবুর রহমান চৌধুরী মাগরিবের নামাজের পর কলাতলী জামে মসজিদে আয়োজিত সাবেক জেলা ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম বাবুল ও শহিদুল ইসলাম খোকনের মায়ের জানাজায় যোগদান করেন।
সন্ধ্যা ৭ টায় নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করার লক্ষে কক্সবাজার পৌর ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারন আয়োজিত প্রস্তুতি সভায় অংশ নেন মো. মাহাবুবুর রহমান চৌধুরী। এতে বক্তব্য রাখেন সাবেক জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ, সাবেক সদস্য রাশেদুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি মো. নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, কক্সবাজার সদর আওয়ামী লীগ সভাপতি মাহামুদুল করিম মাদু, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রাজ বিহারী দাশ, সাবেক ছাত্রনেতা বেলাল হোসেন, পৌর যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক ডালিম বড়ুয়া, সংবাদকর্মী বলরাম দাশ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন জেলা তাঁতী লীগের সভাপতি আরিফুল মাওলা। অনুষ্ঠান সঞ্চালনায় কক্সবাজার পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আসিফুল মাওলা।
এরপর মো. মাহাবুবুর রহমান চৌধুরী বিডিআর ক্যাম্পে ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের অনুষ্ঠানে যোগদান করেন।