বিডি প্রতিবেদক ::
কক্সবাজার জেলা আওয়ামী লীগের জরুরি সভা আহবান করা হয়েছে। আজ সোমবার (৮ মে) সন্ধ্যায় শহরের লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
জেলা আওয়ামী লীগের দপ্তর সেল থেকে আহসান সুমন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
সাংগঠনিক কর্মকান্ড গতিশীল করা এবং পৌর নির্বাচনসহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের আলোকে এ সভা আহবান করা হয়েছে।
সভায় যথাসময়ে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।