রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি

নিউজ রুম / ৫৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের মধ্যে গুলির ঘটনায় তিন শিশুসহ চারজন আহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে (ক্যাম্প-৮ ডব্লিউ) এ ঘটনা ঘটে।
আহতদের হলেন, করিম উল্লাহ (৫৫), ওমর ফারুক (৭), মো. সেফায়দ (৫) ও মো জসিম (৬)। তারা উখিয়া ক্যাম্প-৮ ডব্লিউ-এর বাসিন্দা।
ক্যাম্পের রোহিঙ্গারা জানান, আধিপত্য বিস্তার নিয়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা) ও আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্যদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পথচারী তিন শিশুসহ চারজন রোহিঙ্গা আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক ছৈয়দ হারুনুর রশিদ বলেন, ‘ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিন শিশুসহ চারজন আহত হয়েছেন। সন্ত্রাসীদের ধরতে ক্যাম্পে অভিযান চালানো হচ্ছে। ক্যাম্পের সার্বিক পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে।’


আরো বিভিন্ন বিভাগের খবর