:: বেলাল হায়দার পারভেজ ::
সম্প্রতি ৮১টি অলিভ রিডলি কাছিমের বাচ্চা সফল ভাবে সাগরে অবমুক্ত করা হয়েছে।অনেকে আমার কাছে অলিভ রিডলি সম্পর্কে নানা কিছু জানতে চেয়েছেন।নীচে আপাতত অলিভ রিডলির কিছু মজার তথ্য উল্লেখ করলাম।ভবিষ্যতে অলিভ রিডলি নিয়ে বিস্তারিত লেখার ইচ্ছে আছে।
অলিভ রিডলি সামুদ্রিক কাছিম ডিম পাড়ার জন্য সেই সমুদ্র সৈকতে ফিরে আসে যেখানে তাদের জন্ম হয়েছিল।কেউ কেউ একই জায়গায় ডিম পাড়ার জন্য শত শত মাইল অতিক্রম করে।
জন্মের সময় অলিভ রিডলির চামড়া ধূসর থাকে এবং প্রাপ্ত বয়স্ক হলে জলপাই সবুজ রং ধারন করে তাই এদের নাম হয়েছে অলিভ বা জলপাই রিডলি।
অলিভ রিডলি উষ্ণ মহাসাগরে বাস করে।তাই প্রশান্ত মহাসাগর, দক্ষিণ আটলান্টিক এবং ভারত মহাসাগরে এদের সচারাচর দেখা যায়।
পুরুষ অলিভ রিডলি সাগরে থাকতে পছন্দ করে,তবে স্ত্রীরা তাদের ডিম পাড়ার জন্য সৈকতে ফিরে আসে।
গ্রীষ্মমন্ডলীয় ও উপ-গ্রীষ্মমন্ডলীয় সমুদ্র সৈকতে একটি স্ত্রী বছরে তিনবার একশোর বেশি ডিম পাড়তে পারে।
সবচাইতে বিষ্ময়কর ব্যাপার হলো অলিভ রিডলির লিঙ্গ তাপমাত্রা দ্বারা প্রভাবিত।বাসার তাপমাত্রা ৩০ ডিগ্রী সেন্টিগ্রেডের উপরে হলে ডিম হতে স্ত্রী লিংগের বাচ্চা জন্ম নেয় এবং ২৭ ডিগ্রী সেন্টিগ্রেডের কাছাকাছি তাপমাত্রা হলে মিশ্র লিঙ্গ(পুরুষ ও স্ত্রী) বাচ্চা জন্ম নেয়।
অলিভ রিডলি হল মূলত সর্বভুক।এরা শেওলা, গলদা চিংড়ি, কাঁকড়া, টিউনিকেট, মলাস্ক, চিংড়ি ও মাছ সহ উদ্ভিদ এবং প্রাণী উভয়কেই খায়।জেলিফিস এদের প্রিয় খাবার।
অতিরিক্ত মাছ ধরা, নৌকায় আঘাত, ডিম চুরি,ডিম পাড়ার উপযুক্ত স্থানের বিলুপ্তি,কুকুর শিয়ালের আক্রমন,জলবায়ু পরিবর্তন এবং কোথাও কোথাও মাংসের জন্য শিকারের কারণে অলিভ রিডলি কাছিম আজ বিশ্বব্যপী বিপন্ন।
লেখক :
মহাপরিচালক (অতিরিক্ত সচিব)
বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট।